লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Viral Video: একেই বলে বুকের পাটা! ঢিল মেরে সিংহ তাড়ালেন লোকো পাইলট! হু হু করে ভাইরাল ভিডিও | Loco Pilot Scaring Lion from Railway Tracks with Stone

Published on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে মিনিটে মিনিটে কিছু না কিছু ভিডিওজ ছবি পোস্ট হচ্ছে। আর যেগুলি দেখে কখনো আমাদের ভালো লাগে, আবার খারাপ লাগে কিংবা রাগ হয়। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছেন যা দেখে নেটিজেনদের চোখ রীতিমতো কপালে উঠেছে। কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁরা এরকম ভিডিও-ও কোনোদিন দেখতে পাবেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে ট্রেনের লোকো পাইলট ট্রেন থেকে নেমে কুকুরের মতো একটি সিংহকে তাড়াচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আবার ঘটনাটি ভারতেই বলে দাবি করা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি Indiahood.in।

READ MORE:  Holi Special Trains: ট্রেন ফুল! হোলিতে ভ্রমণ চ্যালেঞ্জিং, ৭-১৮ মার্চ পর্যন্ত বহু ট্রেনের বুকিং বন্ধ

ঢিল ছুঁড়ে সিংহ তাড়াচ্ছেন লোকো পাইলট!

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জঙ্গলের মতো জায়গা দিয়ে রেললাইন পাতা রয়েছে এবং সেটির ওপর দাঁড়িয়ে ইঞ্জিন। এরপর সেই ইঞ্জিন থেকে নেমে লোকো পাইলট বেশ কয়েকটি পাথর নিয়ে দৌড়ে জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছেন। কারণ সেখানে রয়েছে সিংহ। এ যেন এক টুকরো হলিউড সিনেমা। কিন্তু এটি সত্যিই ঘটেছে বলে দাবি করা হয়েছেন ভিডিওতে। ঘটনাটি নাকি ঘটেছে গুজরাটে। স্বাভাবিকভাবেই এহেন ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের।

READ MORE:  এক মাছ খেয়েই উজাড় গোটা পরিবার! প্রাণ গেল ৫ বছরের শিশুর

ভাইরাল ভিডিওটি

ভিডিও-র ক্যাপশন অনুযায়ী, গুজরাটের ভাবনগর ডিভিশনে লোকো পাইলট ও ফরেস্ট ট্র্যাকারদের সহায়তায় ট্রেনের ধাক্কা থেকে রক্ষা পেয়েছে দুটি সিংহ। এমনিতে ভাবনগর রেলওয়ে বিভাগের পক্ষ থেকে সিংহ ও বন্যপ্রাণী রক্ষার জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে। ডিভিশনের নির্দেশনা অনুযায়ী ট্রেন পরিচালনাকারী লোকো পাইলটরা নির্ধারিত গতি মেনে বিশেষ সতর্কতার সঙ্গে কাজ করছেন।

READ MORE:  ভারতে তৈরি হবে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার, বিশাল উদ্যোগ আম্বানির

ভাবনগর রেলওয়ে ডিভিশনের লোকো পাইলট এবং বন বিভাগের ফরেস্ট ট্র্যাকারদের সহায়তায় এই আর্থিক বছরে এখনও পর্যন্ত মোট ১২৮টি সিংহকে রক্ষা করা হয়েছে। এদিকে খবর পেয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রবীশ কুমার, অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী হিমাংশু শর্মা এবং অন্যান্য আধিকারিকরা লোকো পাইলটদের দুঃসাহসিক কাজের প্রশংসা করেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.