সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে AC চালানো শুধু আরাম নয়, বরং বাঁচার একপ্রকার লড়াই। তবে আমরা যদি বলি এসি না চালিয়েও গরম থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু কীভাবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিয়েছেন এক বাঙালি জিনিয়াস। তাও একেবারে দেশি জুগাড়ে ভর করে। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ঝড় তুলছে একটি ভিডিও। আর যেখানে সেই ব্যক্তি দেখিয়েছেন কীভাবে ৪০ হাজার টাকার এসি (Bengali Jugaad AC) ছাড়াও ঘরকে ঠান্ডা রাখা যায়। আর সেই ভিডিও এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল (Viral Video)।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এমন জুগাড় আগে দেখেছেন?
ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জানালায় বসানো রয়েছে একটি কুলার হানিকম্ব প্যাড। প্যাডটিতে একটি পাইপ দিয়ে জল ঢোকানো হচ্ছে, যা ওপর একটি পাইপ দিয়ে নীচের একটি বালতিতে রিসাইকেল হচ্ছে। আর জানালার ওপর পাশে অর্থাৎ ঘরের ভেতরে লাগানো রয়েছে একটি স্ট্যান্ড ফ্যান। আর এভাবে বাইরের ঠান্ডা হাওয়া জলভেজা প্যাড ছুঁয়ে ঘরে ঢুকছে। ফলে ফ্যানের সাহায্যে ঘরজুড়ে ছড়িয়ে পড়ছে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল বাতাস। আর এই জুগড়ে দেখে বলাই লাগে, “নিজের সাদ্য সীমিত হলেও বুদ্ধির কোনো অভাব নেই।”
কোথা থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে?
আসলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ইন্সটাগ্রামের lol.arcade নামের একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিওর উপরে লেখা রয়েছে, “Bhad me gaya 40k ka AC, [Apna desi jugaad dekh]।” এখনো পর্যন্ত ভিডিওটিতে ৪৩ হাজারের বেশি দর্শক লাইক দিয়েছে। দর্শকরা রীতিমতো মজে উঠেছেন এই অভিনব উদ্যোগকে দেখে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভিডিওটি ভাইরাল হতেই একজন মজা করে লিখেছেন, “এসি বিক্রেতাদের মাথায় এবার হাত পড়বে।” আর একজন লিখেছেন, “ইলেকট্রিক বিল এবার কম আসবে।” কেউ কেউ লিখছেন, “এটা তো বিলাসিতা, এবার ২৮ শতাংশ জিএসটি লাগবে।” কেউ লিখছেন, “ভাই তো একেবারে হ্যাকার।” আর এইসব মন্তব্য প্রমাণ করছে, সাধারণ মানুষ শুধুমাত্র গ্যাজেটে নয়, বরং জুগাড়ে দেখেও মুগ্ধ হয়
তবে জানিয়ে রাখি, এই প্রতিবেদনটি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার পোস্টের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এই জুগাড়ের কার্যকারিতা বা নিরাপত্তা নিয়ে কোনোরকম নিশ্চয়তা দিতে পারছে না India Hood Bangla। তবে গ্রীষ্মকালে স্বল্প বাজেটের মধ্যে স্বস্তির হওয়া খোঁজার জন্য এই পন্থা কার্যকর হতে পারে।