বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে 22 গজে স্বমহিমায় বিরাট কোহলি (Virat Kohli)। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম 14 হাজার রানের মাইলফলক গড়েছিলেন ভারতীয় মহাতারকা কোহলি। তবে আপাতত তা অতীত, কারণ সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 67 রানের দুরন্ত ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্রিকেটেও ইতিহাস লিখলেন তিনি।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস বিরাটের!
সোমবার মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে একেবারে তান্ডব দেখাচ্ছিলেন বিরাট। যদিও এ মাঠ তাঁর চেনা। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে বহু রেকর্ডের পথচলা শুরু হয়েছে এই 22 গজের হাত ধরেই। গতকালও চেনা নিয়মের অন্যথা হলো না। এদিন মুম্বইয়ের বিরুদ্ধে 42 বলে 8টি চার ও দুটি ছয় সহযোগে 67 রানের বড় ইনিংস খেলেন কোহলি। আর এই রানের পরই টি-টোয়েন্টি ক্রিকেটে বড় রানের গণ্ডিতে পা রাখেন তিনি।
এদিন দুরন্ত হাফ সেঞ্চুরির হাত ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 13 হাজার রান পূর্ণ করেন ভারতীয় মহাতারকা। বলে রাখি, কোহলি মূলত 403টি ম্যাচের 386 ইনিংস খেলে 13 হাজার টি-টোয়েন্টি রানের মাইলফলক ছুঁয়েছেন। কোহলির বর্তমান টি-টোয়েন্টি রানের সংখ্যা, 13,050। যা তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 13 হাজার রানকারী ব্যাটসম্যানদের তালিকায় বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অবশ্যই পড়ুন: সুপার কাপে দুর্ধর্ষ লড়াই, কোয়ার্টারেই মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান! দেখুন সূচি
তালিকার শীর্ষে ক্রিস গেইল
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত দ্রুততম 13 হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন অনেকেই। তবে সেই তালিকার একেবারে মগডালে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইল। মোট 463 ম্যাচ মিলিয়ে তাঁর বর্তমান রান 14,562। সেই নিরিখে মাত্র 381 ম্যাচেই 13 হাজার রান গড়েন গেইল। একইভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। তাঁর প্রাপ্ত টি-টোয়েন্টি রানের সংখ্যা 13,610। অন্যদিকে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক ও ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড। দুই মহারথীর টি-টোয়েন্টি রানের সর্বোচ্চ সংখ্যা যথাক্রমে, 13,557 ও 13,537।