Virat Kohli: ২০২৭ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন বিরাট? জানিয়ে দিলেন খোদ কোহলি | Retirement Update Of Virat Kohli
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিচ্ছেন বিরাট কোহলি? 2027 বিশ্বকাপ খেলেই কি ক্রিকেট থেকে বিদায়? নাকি IPL শেষ হলেই ঘোষণা আসবে রাজা কোহলির (Virat Kohli) তরফে? রোহিত শর্মার অবসরের আগেই কি ব্যাট তুলে রাখবেন? যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় মহাতারকা।
রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা বাঁধলেও, বিরাটের অবসর প্রসঙ্গে সেভাবে মুখ খোলেনি নেট মহল। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে দলকে জিতিয়ে এসেছেন কোহলি। বর্তমানে বেঙ্গালুরুর হয়ে দাপট দেখাচ্ছেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা শেষ হলেই জুনে ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। সেই দলে থাকবেন রোহিত-বিরাট দুজনেই। প্রশ্ন উঠছে, এই ম্যাচের পরই কি অবসর নেবেন 18 নম্বর জার্সি? কোহলি একেবারেই তেমনটা জানাননি। বরং 2027 বিশ্বকাপে খেলার ইচ্ছে রয়েছে তাঁর!
আসন্ন 2027 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন কিনা সে বিষয়ে রোহিত-কোহলি দুজনের কেউই স্পষ্ট করে কিছুই জানাননি। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করেই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত জানান, তিনি অবসর নিচ্ছেন না। সূত্র বলছে, এবার সেই পথেই হাঁটলেন বিরাটও।
সম্প্রতি ভারতীয় মহাতারকা বিরাট কোহলি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এখনই তিনি অবসরের পরিকল্পনা করছেন না। বিরাট বলেন, ‘পরবর্তী বড় পদক্ষেপ কী হবে আমি জানিনা। হয়তো আসন্ন বিশ্বকাপ জিততে চাইবো।’ রাজা কোহলির এমন মন্তব্যের পরই যেন ধরে প্রাণ এসেছে ভক্তদের।
অবশ্যই পড়ুন: সেমির আগে জামশেদপুরকে হুমকি বাগান কোচের
তবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ায় 2026 বিশ্বকাপে খেলছেন না তিনি। কিন্তু 2027 বিশ্বকাপে তিনি যে থাকবেন, সে কথা ভিন্ন প্রসঙ্গের মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দলের এই সাপোর্ট সিস্টেম।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.