লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Virat Kohli: অঙ্কে এত কম! মাধ্যমিকে কোন বিষয়ে কত পেয়েছিলেন কোহলি? ভাইরাল মার্কশিট | Virat Kohli’s Madhyamik Marksheet

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: এখন তিনি ভারতের সেরা ব্যাটসম্যান। এমনকি বিশ্ব ক্রিকেটে ‘কিং’ হিসাবে পরিচিত। তার ধারাবাহিকতা এবং রেকর্ড ভাঙা যেকোনো ক্রিকেটারের কাছে কার্যত দুঃস্বপ্ন। কিন্তু আপনি কি জানেন, স্কুল জীবনে বিরাট (Virat Kohli) মোটেও ক্রিকেট মাঠের মত স্কোর করতে পারেননি। বিশেষ করে তার গণিতের দিকে ঝোঁক ছিল না বললেই চলে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন বিরাট কোহলি?

ঘটনাটি ২০২৩ সালের। বিরাট কোহলি নিজের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট শেয়ার করেন সামাজিক মাধ্যমে। এরপর তিনি লেখেন, “যে জিনিসগুলি তোমার মার্কশিটে সবচেয়ে কম যোগ হয়, সেগুলিই হয়তো তোমার চরিত্র গঠনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।” আর এই সামান্য একটি লাইনেই যেন ফুটে ওঠে তার জীবনাদর্শন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তার সেই পোস্ট।

READ MORE:  ফ্লাইটে ওঠার অনুমতি নেই সারমেয়র, বিমানবন্দরেই কুকুরকে জলে ডুবিয়ে হত্যা মহিলার

মার্কশিট অনুযায়ী বিরাট কোহলির প্রাপ্ত নাম্বার

মার্কশিটে দেখা যায় বিরাট কোহলি ইংরেজিতে পেয়েছেন ৮৩, হিন্দিতে পেয়েছেন ৭৫, গণিতে পেয়েছেন মাত্র ৫১, বিজ্ঞানে পেয়েছেন ৫৫, সমাজবিজ্ঞানে পেয়েছেন ৮১ এবং ইনফরমেশন টেকনোলজি বা আইটিতে পেয়েছেন ৭৪। শতাংশের হিসেবে বিচার করলে তার নম্বর দাঁড়াচ্ছে মোটামুটি ৬৯.৮% এর ধারেকাছে। পরিসংখ্যান বলছে, তার রেজাল্ট খুব একটা চমক দেওয়ার মত নয়। কিন্তু তার জীবনের রেজাল্ট ক্লাসরুমের মত থেমে থাকেনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আসল পরীক্ষা তার মাঠেই…

বিরাট কোহলি আজ ক্রিকেট বিশ্বের এক কিংবদন্তি। তিনি বহুবার প্রমাণ করেছেন যে, পরীক্ষার মার্কশিটের নম্বর যতটা না গুরুত্বপূর্ণ, তার কাছে ক্রিকেটের স্কোর আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসল সফলতা তিনি নিজের প্যাশনকে অনুসরণ করেই নিয়ে এসেছেন। 

READ MORE:  ফাঁস হবে সব! পহেলগাঁওয়ে জঙ্গিদের সাহায্য করেছিলেন কারা? তথ্য দেবে পালসার বাইক

আইপিএল ২০২৫-এ ফিরলেন আরো দুর্দান্তভাবে

গত মরসুমে সামান্য ছন্দহীন ছিলেন। কিন্তু ২০২৫ এর মরসুমে ফিরে আসলেন একদম আগুনের মতো পারফরম্যান্স নিয়ে। তবে গত মরসুমে ধোনির দলের বিরুদ্ধে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে প্লে-অফের দৌড়ে ফিরিয়ে এনেছিলেন। এছাড়া আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০টি বাউন্ডারির রেকর্ডও করেছেন নিজের নামে। শুধু তাই নয়, তিনিই ভারতের প্রথম ব্যাটসম্যান, যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের গণ্ডি পূর্ণ করেন।

READ MORE:  Gold And Silver Price Today: ফের রেকর্ড গড়ল সোনার দর, পিছু ছারছে না রুপোও! দেখুন আজকের রেট | Today Gold And Silver Price

এককথায় বিরাট কোহলির মার্কশিট হয়তো তাকে টপার করেনি, কিন্তু ক্রিকেট মাঠে লক্ষ লক্ষ ভক্তদের মন জয় করেছেন তার ব্যাটের ক্যালমা দিয়ে। এতেই বোঝা যায়, স্কুলে টপার না হতে পারলেও ক্রিকেট মাঠে ঠিক টপার হয়েছেন বিরাট।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.