Virat Kohli: অঙ্কে এত কম! মাধ্যমিকে কোন বিষয়ে কত পেয়েছিলেন কোহলি? ভাইরাল মার্কশিট | Virat Kohli's Madhyamik Marksheet
সৌভিক মুখার্জী, কলকাতা: এখন তিনি ভারতের সেরা ব্যাটসম্যান। এমনকি বিশ্ব ক্রিকেটে ‘কিং’ হিসাবে পরিচিত। তার ধারাবাহিকতা এবং রেকর্ড ভাঙা যেকোনো ক্রিকেটারের কাছে কার্যত দুঃস্বপ্ন। কিন্তু আপনি কি জানেন, স্কুল জীবনে বিরাট (Virat Kohli) মোটেও ক্রিকেট মাঠের মত স্কোর করতে পারেননি। বিশেষ করে তার গণিতের দিকে ঝোঁক ছিল না বললেই চলে।
ঘটনাটি ২০২৩ সালের। বিরাট কোহলি নিজের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট শেয়ার করেন সামাজিক মাধ্যমে। এরপর তিনি লেখেন, “যে জিনিসগুলি তোমার মার্কশিটে সবচেয়ে কম যোগ হয়, সেগুলিই হয়তো তোমার চরিত্র গঠনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।” আর এই সামান্য একটি লাইনেই যেন ফুটে ওঠে তার জীবনাদর্শন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তার সেই পোস্ট।
মার্কশিটে দেখা যায় বিরাট কোহলি ইংরেজিতে পেয়েছেন ৮৩, হিন্দিতে পেয়েছেন ৭৫, গণিতে পেয়েছেন মাত্র ৫১, বিজ্ঞানে পেয়েছেন ৫৫, সমাজবিজ্ঞানে পেয়েছেন ৮১ এবং ইনফরমেশন টেকনোলজি বা আইটিতে পেয়েছেন ৭৪। শতাংশের হিসেবে বিচার করলে তার নম্বর দাঁড়াচ্ছে মোটামুটি ৬৯.৮% এর ধারেকাছে। পরিসংখ্যান বলছে, তার রেজাল্ট খুব একটা চমক দেওয়ার মত নয়। কিন্তু তার জীবনের রেজাল্ট ক্লাসরুমের মত থেমে থাকেনি।
বিরাট কোহলি আজ ক্রিকেট বিশ্বের এক কিংবদন্তি। তিনি বহুবার প্রমাণ করেছেন যে, পরীক্ষার মার্কশিটের নম্বর যতটা না গুরুত্বপূর্ণ, তার কাছে ক্রিকেটের স্কোর আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসল সফলতা তিনি নিজের প্যাশনকে অনুসরণ করেই নিয়ে এসেছেন।
গত মরসুমে সামান্য ছন্দহীন ছিলেন। কিন্তু ২০২৫ এর মরসুমে ফিরে আসলেন একদম আগুনের মতো পারফরম্যান্স নিয়ে। তবে গত মরসুমে ধোনির দলের বিরুদ্ধে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে প্লে-অফের দৌড়ে ফিরিয়ে এনেছিলেন। এছাড়া আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০টি বাউন্ডারির রেকর্ডও করেছেন নিজের নামে। শুধু তাই নয়, তিনিই ভারতের প্রথম ব্যাটসম্যান, যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের গণ্ডি পূর্ণ করেন।
এককথায় বিরাট কোহলির মার্কশিট হয়তো তাকে টপার করেনি, কিন্তু ক্রিকেট মাঠে লক্ষ লক্ষ ভক্তদের মন জয় করেছেন তার ব্যাটের ক্যালমা দিয়ে। এতেই বোঝা যায়, স্কুলে টপার না হতে পারলেও ক্রিকেট মাঠে ঠিক টপার হয়েছেন বিরাট।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.