লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Virat Kohli: অবশেষে T20 বিশ্বকাপ জয়ের পুরস্কার পেলেন কোহলি, বহুমূল্য উপহার হাতে তুলে দিল BCCI | Board Of Control For Cricket In India Gift For Kohli

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: গত ২০২৪-এ ভারতের ঐতিহাসিক টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি আজও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা। সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন কিং কোহলি (Virat Kohli)। যিনি ফাইনাল ম্যাচে ৭৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। তবে বিশ্বকাপের পর এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। আর সেই কারণেই বিশ্বকাপ জয়ের অমূল্যে উপহার নাকি তার হাতে পৌঁছায়নি। তবে প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ দুই মাস পর বিরাট কোহলির হাতে উঠে এসেছে সেই বিশেষ উপহার, যা বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে বিসিসিআই এর পক্ষ থেকে প্রদান করা হয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আইপিএলের মাঝেই এল বিশ্বকাপজয়ী পুরস্কার

এই মুহূর্তে বিরাট কোহলি ব্যস্ত আইপিএল ২০২৫-র মরসুম নিয়ে। তিনি বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৮ তম মরসুমে খেলতে নেমেছেন। লক্ষ্য একটাই, প্রথমবার আইপিএল জেতার স্বাদ মেটানো। কিন্তু ট্রফি জিতুক বা না জিতুক, আইপিএলের মাঝেই বিরাট পেয়ে গেলেন বিশ্বকাপজয়ী বিশেষ স্মারক। 

READ MORE:  Virat Kohli: অঙ্কে এত কম! মাধ্যমিকে কোন বিষয়ে কত পেয়েছিলেন কোহলি? ভাইরাল মার্কশিট | Virat Kohli's Madhyamik Marksheet

আজ ৬ই এপ্রিল, রবিবার আরসিবির তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি অনুশীলনের শেষে হাতে পড়েছেন এক বিশেষ রিং। কিং কোহলির মুখে তখন তৃপ্তির হাসি। ২ মাস পর বিশ্বকাপ জয়ের আসল স্বীকৃতি তার হাতে এসে পৌঁছেছে বলে কথা। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কেমন এই রিংটি?

আসলে এই রিংটি শুধুমাত্র সৌন্দর্যের দিক থেকে নয়, বরং মূল্যের দিক থেকেও অত্যন্ত মূল্যবান। এই নীল রঙের রিংটির মাঝখানে রয়েছে বিসিসিআই এর একটি লোগো। চারপাশে বসানো রয়েছে হিরে। প্রতিটি ক্রিকেটারদের জন্য এটি ব্যক্তিগতভাবে কাস্টমাইজড করা হয়েছে। যেমন বিরাট কোহলির রিংয়ের পাশে খোদাই করা রয়েছে তার নামের আদ্যক্ষর ‘VK’। 

READ MORE:  Karun Nair: দীর্ঘদিন উপেক্ষার পর অবশেষে টিম ইন্ডিয়ায় সুযোগ, ভরসার প্লেয়ারকে নিয়ে প্ল্যান BCCI-র | Karun Nair Returns To Indian Team

এই রিংটি বিসিসিআই তাদের স্পন্সর Dream-11 এর পক্ষ থেকে বিশ্বকাপ জয়ীদের উপহার দিয়েছে। গত ৩১শে জানুয়ারি আয়োজিত বিসিসিআই এর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহদের মত তাবড় তাবড় সব খেলোয়াড়রা। কিন্তু সেদিন উপস্থিত ছিলেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি। আর সেই কারণেই হয়তো তার রিং পৌঁছাতে একটু দেরি হল। 

মুম্বাইয়ের মাঠে রিং হাতে পেলেন বিরাট

বর্তমানে আরসিবি দল রয়েছে মুম্বাইয়ে। সেখানে আগামীকাল তাদের ম্যাচ রয়েছে রোহিত বাহিনীর বিরুদ্ধে। আর মুম্বাইতে রয়েছে বিসিসিআই এর প্রধান কার্যালয়। সম্ভবত সেখান থেকেই বিরাট কোহলির হাতে এই বিশেষ মূল্যবান উপহার উঠে এসেছে। রিংটি হাতে পেয়ে বিরাট অবশ্য এখনো মুখ খোলেনি। তবে ভিডিওতে তার চোখ মুখ অনেক কিছুই বলে দিচ্ছিল।

READ MORE:  India Vs England: দ্বিতীয় ODI-তে ফিরছেন মহাতারকা, বদলে যাবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ | May Virat Kohli Play In 2nd ODI, Team India Possible XI

বিশ্বকাপ জেতায় বিরাটের অবদান

গত টি-২০ বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলির অবদান ছিল স্মরণীয়। গোটা নকআউট পর্বে অফ ফর্মে থেকেও ফাইনাল ম্যাচে তিনি খেলেছিলেন এক অসাধারণ ৭৯ রানের ইনিংস। তার এই আত্মত্যাগের জন্যই ভারত দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ ঘরে নিয়ে আসতে সক্ষম হয়। এমনকি তিনি ‘প্লেয়ার অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন।

দুই মাস দেরিতে হলেও বিশ্বকাপ জয়ের স্বীকৃতি বিরাট কোহলির হাতে পৌঁছানো নিঃসন্দেহে এক আবেগঘন মুহূর্ত। এখন দেখার বিষয় বিশ্বকাপ জয়ের পর বিরাট এবার তার প্রিয় দল আরসিবিকে প্রথমবারের মতো আইপিএল শিরোপা উপহার দিতে পারে কিনা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.