বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি অবসর ভেঙে ভারতীয় ফুটবল দলে ফিরেছেন সুপারস্টার ফুটবলার সুনীল ছেত্রী। ভারতীয় ক্রিকেট দলেও কি এবার একই ঘটনা ঘটতে চলেছে? কার্যত তেমন খবরই উঠে আসছে নানা মহল থেকে। হ্যাঁ, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের মাঠছাড়া করে ট্রফি কাঁধে তুলেছিলেন বিরাট কোহলিরা (Virat Kohli)।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ভারতকে বড় সাফল্য পাইয়ে আচমকা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। তিন ভারতীয় মহা তারকার একসাথে অবসর একপ্রকার চমকে দিয়েছিল ক্রিকেটপ্রেমীদের। শোনা যাচ্ছে, এবার তাঁদের একজন অর্থাৎ বিরাট কোহলিই নাকি ফের জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরতে চাইছেন।
অবসর ভেঙে টি-টোয়েন্টি খেলবেন বিরাট?
চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে বিশ্বসেরা হয়েছে ভারত। দলকে সাফল্য পাইয়ে IPL-এর আগে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন ভারতীয় তারকার। এহেন আবহে শোনা যাচ্ছে বড় খবর, সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে খানিকটা রসিকতার ছলে কোহলি বলেন, ভারত যদি 2028 সালের অলিম্পিক ফাইনালে উঠতে পারে, তাহলে অবসর ভেঙে টি-টোয়েন্টি দলে ফিরে আসার কথা ভাববো।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এদিন বিরাট জানান, অন্তত দেশের হয়ে আরও একটা ম্যাচ খেলতে চান তিনি। ভারতীয় মহা তারকার এমন মন্তব্যের পরই তাঁর টি-টোয়েন্টি দলে ফেরার জল্পনা বেড়েছে। তাহলে কি সত্যিই অবসর ভেঙে টি-টোয়েন্টি দলে ফিরছেন কোহলি? বিষয়টা যদি বাস্তবের মাটিতে পা রেখে ভাবা হয়, সেক্ষেত্রে বোঝা যাবে, রসিকতার ছলে বলা কোহলির কথা সত্যি ভেবে ধরে নিলেও আজ থেকে 3 বছর পর 39 বছরের সিঁড়িতে পা দেবেন বিরাট।
কাজেই প্রায় 40-এর দোরগোড়ায় পৌঁছে দলের হয়ে ক্রিকেট খেলাটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে বিরাটের পক্ষে। কারণ, এই বয়সে বেশিরভাগ খেলোয়াড়েরই ফিটনেস মূল বাঁধা হয়ে দাঁড়ায়। যদিও অনেকেই মনে করছেন বিরাট যেভাবে প্রতিমুহূর্তে শরীর চর্চা করে নিজেকে ফিট রাখেন সে ক্ষেত্রে 39 বছর বয়সে তাঁর পক্ষে ক্রিকেট খেলাটা খুব একটা দুষ্কর হবে না। যদিও দলে ফেরার বাহানায় কোহলি মূলত ভারতের অলিম্পিক জয়ের কথাই মনে করিয়ে দিয়েছেন।
অবশ্যই পড়ুন: রিঙ্কু, রাহানে অতীত! নয়া নায়ক পেয়ে গেল KKR
বিরাট চান, ভারতের ঝুলিতে আরও একটি অলিম্পিক শিরোপা যোগ হোক। সেই আকাঙ্খাই তুলে ধরেছেন খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত যদি অবসর ভেঙে সূর্য কুমার যাদবদের দলে কোহলির প্রত্যাবর্তন ঘটে, তবে তাতে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।