লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Virat Kohli: ২০২৭ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন বিরাট? জানিয়ে দিলেন খোদ কোহলি | Retirement Update Of Virat Kohli

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিচ্ছেন বিরাট কোহলি? 2027 বিশ্বকাপ খেলেই কি ক্রিকেট থেকে বিদায়? নাকি IPL শেষ হলেই ঘোষণা আসবে রাজা কোহলির (Virat Kohli) তরফে? রোহিত শর্মার অবসরের আগেই কি ব্যাট তুলে রাখবেন? যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় মহাতারকা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

অবসর নিচ্ছেন কোহলি?

রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা বাঁধলেও, বিরাটের অবসর প্রসঙ্গে সেভাবে মুখ খোলেনি নেট মহল। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে দলকে জিতিয়ে এসেছেন কোহলি। বর্তমানে বেঙ্গালুরুর হয়ে দাপট দেখাচ্ছেন তিনি।

READ MORE:  India Vs Bangladesh: ভারতকে কীভাবে হারাতে পারবে বাংলাদেশ, জানিয়ে দিলেন শান্ত | Najmul Hossain Shanto Over Tomorrows Match

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা শেষ হলেই জুনে ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। সেই দলে থাকবেন রোহিত-বিরাট দুজনেই। প্রশ্ন উঠছে, এই ম্যাচের পরই কি অবসর নেবেন 18 নম্বর জার্সি? কোহলি একেবারেই তেমনটা জানাননি। বরং 2027 বিশ্বকাপে খেলার ইচ্ছে রয়েছে তাঁর!


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অবসর প্রসঙ্গে মুখ খুললেন কোহলি

আসন্ন 2027 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন কিনা সে বিষয়ে রোহিত-কোহলি দুজনের কেউই স্পষ্ট করে কিছুই জানাননি। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করেই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত জানান, তিনি অবসর নিচ্ছেন না। সূত্র বলছে, এবার সেই পথেই হাঁটলেন বিরাটও।

READ MORE:  Sourav In Bigg Boss: দাদাগিরি ছাড়ছেন দাদা! এবার নতুন রূপে বস হিসেবে দেখা যেতে পারে সৌরভকে | Sourav Ganguly In New Show

সম্প্রতি ভারতীয় মহাতারকা বিরাট কোহলি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এখনই তিনি অবসরের পরিকল্পনা করছেন না। বিরাট বলেন, ‘পরবর্তী বড় পদক্ষেপ কী হবে আমি জানিনা। হয়তো আসন্ন বিশ্বকাপ জিততে চাইবো।’ রাজা কোহলির এমন মন্তব্যের পরই যেন ধরে প্রাণ এসেছে ভক্তদের।

অবশ্যই পড়ুন: সেমির আগে জামশেদপুরকে হুমকি বাগান কোচের

তবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ায় 2026 বিশ্বকাপে খেলছেন না তিনি। কিন্তু 2027 বিশ্বকাপে তিনি যে থাকবেন, সে কথা ভিন্ন প্রসঙ্গের মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দলের এই সাপোর্ট সিস্টেম।

READ MORE:  Champions Trophy 2025: পাকিস্তানকে দায়িত্ব দেওয়ার জের? চ্যাম্পিয়নস ট্রফির আগেই ICC থেকে ইস্তফা জয় শাহর সেনাপতির | Jay Shah Deputy Resign From ICC
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.