Vivo ফোন পছন্দ? ২০২৫ সালে কোম্পানির সেরা ক্যামেরা ও ফিচারের স্মার্টফোন এগুলি | Vivo Best Smartphones in 2025
দেশে গুটিকয়েক ব্র্যান্ড রয়েছে, যারা ধারাবাহিকভাবে দাম ও প্রিমিয়াম অভিজ্ঞতার মিশ্রণকে একটি সঠিক ভারসাম্যের সঙ্গে হাজির করে চলেছে বাজারে। তার মধ্যে অন্যতম Vivo। এই ব্র্যান্ডের যেমন উন্নত ফ্ল্যাগশিপ স্মার্টফোন রয়েছে, তেমনই কম দামি ৫জি স্মার্টফোন রয়েছে, যেখানে ফিচারের ক্ষেত্রে কোনও আপোস করা হয়নি। তাই আপনি যদি এই মুহূর্তে নতুন ফোন কিনতে চান তাহলে Vivo স্মার্টফোন বেছে নিতে পারেন। এই প্রতিবেদনে আমরা ব্র্যান্ডের কয়েকটি সেরা স্মার্টফোন ও তাদের দাম জানাবো।
Vivo Y28e একটি বাজেট ফোন। এতে ফিচার হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপ, ৫জি সাপোর্ট, ৬.৫৬ ইঞ্চি ৯০ হার্টজ এলসিডি স্ক্রিন রয়েছে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি র্যাম, ৫০০০mAh ব্যাটারি এবং ১৫ ওয়াট দ্রুত চার্জিং। ফোনের দাম ৯,৯৯৯ টাকা থেকে ১০,৯৯৯ টাকা।
Vivo T3x হল Vivo Y28e এর থেকে আর একটু দ্রুত এবং উন্নত সংস্করণ। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপ, ৬.৭২ ইঞ্চি ১২০ হার্টজ এলসিডি স্ক্রিন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৪ এর উপর ভিত্তি করে ফানটাচওএস ১৪, ৬০০০mAh ব্যাটারি এবং ৪৪ ওয়াট দ্রুত চার্জিং। ফোনের দাম ১১,৬৮৪ টাকা।
গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এতে ফিচার রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর, সুপার ব্রাইট ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ AMOLED স্ক্রিন, ফানটাচ ওএস ১৪, একটি বড় ৫,৫০০mAh ব্যাটারি, ৮০ ওয়াট দ্রুত চার্জিং, ৮ জিবি র্যাম, এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এই স্মার্টফোনের দাম ২৯,৯৯৯ টাকা।
ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে অন্যতম সেরা মডেল। এতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট, ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ AMOLED স্ক্রিন, আইপি ৬৮ এবং ৬৯ রেটিং, ৯০ ওয়াট দ্রুত চার্জিং, ৫,৮০০mAh সিলিকন কার্বন ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ৩x অপটিকাল জুম। এই ফোনের দাম ৫৯,৯০০ টাকা।
শাওমি নিঃশব্দে Redmi A5 4G ফোন লঞ্চ করল। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন এটিকে বাজেট সেগমেন্টে…
ভারতের বৈদ্যুতিক দুই চাকার বাজারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাজাজ অটো। এবার আরও সাশ্রয়ী মূল্যের একটি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন নানান অজুহাতের দ্বারস্থ হয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেন অনেকেই। তবে সেই…
প্রযুক্তির সিঁড়ি বেয়ে কে কত আগে যেতে পারে তার দৌড় শুরু হয়েছে স্মার্টফোনের বাজারে। Apple…
প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। পাবলিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি উচ্চ বেতনের একটি সরকারি চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য…
This website uses cookies.