Vivo Pad 4 Pro Specification: এপ্রিলে বড় ধামাকা, বিশাল 12,000mAh ব্যাটারির দুর্ধর্ষ ট্যাবলেট লঞ্চ করছে Vivo | Vivo Pad 4 Pro Launch Date in April
Vivo আগামী মাসে একটি মেগা লঞ্চ ইভেন্টে একাধিক পণ্য উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। X200 Ultra, X200S, Vivo Watch 5, এবং Pad 4 Pro এপ্রিলে চীনে লঞ্চ হতে পারে। সম্প্রতি, ভিভোর একটি ট্যাবলেট চীনের 3C সার্টিফিকেশন পেয়েছে। এই ট্যাবটিই আসন্ন Vivo Pad 4 Pro বলে অনুমান করা হচ্ছে। লেটেস্ট রিপোর্ট থেকে ইতিমধ্যেই ডিভাইসটির ডিসপ্লে, চিপসেট এবং চার্জিং স্পিড সম্পর্কে জানা গিয়েছে। আর এখন ভিভোর নতুন ট্যাবটির আরও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ভিভো প্যাড ৪ প্রো ১২.৯৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে আসবে, যা ৩.১K রেজোলিউশন অফার করবে। ট্যাবটির অভ্যন্তরে ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট থাকবে। এটি ৮ জিবি, ১২ জিবি অথবা ১৬ জিবি র্যাম অপশনে উপলব্ধ হবে। গত বছরের প্যাড ৩ প্রো-এর মতো ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো প্যাড ৪ প্রো-তে বিশাল ১২,০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা বলা হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। সফটওয়্যারের দিক থেকে, ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, সামনের দিকে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
Vivo Pad 4 Pro চাইনিজ মার্কেটে Oppo Pad 4 Pro এবং Xiaomi Pad 7s-এর মতো মডেলগুলির সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে। অন্য ট্যাব দুটিও এপ্রিল মাসে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ওপ্পোর নতুন ট্যাবলেটে Snapdragon 8 Elite চিপসেট থাকতে পারে, যেখানে শাওমির ট্যাবটি Snapdragon 8s Gen 3 প্রসেসর অফার করবে বলে অনুমান।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.