লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo Pad 4 Pro Specification: এপ্রিলে বড় ধামাকা, বিশাল 12,000mAh ব্যাটারির দুর্ধর্ষ ট্যাবলেট লঞ্চ করছে Vivo | Vivo Pad 4 Pro Launch Date in April

Published on:

Vivo আগামী মাসে একটি মেগা লঞ্চ ইভেন্টে একাধিক পণ্য উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। X200 Ultra, X200S, Vivo Watch 5, এবং Pad 4 Pro এপ্রিলে চীনে লঞ্চ হতে পারে। সম্প্রতি, ভিভোর একটি ট্যাবলেট চীনের 3C সার্টিফিকেশন পেয়েছে। এই ট্যাবটিই আসন্ন Vivo Pad 4 Pro বলে অনুমান করা হচ্ছে। লেটেস্ট রিপোর্ট থেকে ইতিমধ্যেই ডিভাইসটির ডিসপ্লে, চিপসেট এবং চার্জিং স্পিড সম্পর্কে জানা গিয়েছে। আর এখন ভিভোর নতুন ট্যাবটির আরও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

READ MORE:  Samsung, Voltas সহ জনপ্রিয় ব্র্যান্ডের AC মিলছে ৪৮% কম দামে, গরমে হাঁসফাঁস করার আগে কিনে নিন | Air Conditioner Amazon Deal Offer

Vivo Pad 4 Pro: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ভিভো প্যাড ৪ প্রো ১২.৯৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে আসবে, যা ৩.১K রেজোলিউশন অফার করবে। ট্যাবটির অভ্যন্তরে ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট থাকবে। এটি ৮ জিবি, ১২ জিবি অথবা ১৬ জিবি র‍্যাম অপশনে উপলব্ধ হবে। গত বছরের প্যাড ৩ প্রো-এর মতো ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Vivo T4x 5G Price: ১৫ হাজার টাকার রেঞ্জে সবচেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে Vivo T4x 5G | Smartphone Price Under 15000

পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো প্যাড ৪ প্রো-তে বিশাল ১২,০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা বলা হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। সফটওয়্যারের দিক থেকে, ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, সামনের দিকে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

READ MORE:  U&i ভারতে আনল ছয় ছয়টি নতুন ইয়ারবাড ও নেকব্যান্ড, দাম শুরু মাত্র ৫৬৫ টাকা থেকে

Vivo Pad 4 Pro চাইনিজ মার্কেটে Oppo Pad 4 Pro এবং Xiaomi Pad 7s-এর মতো মডেলগুলির সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে। অন্য ট্যাব দুটিও এপ্রিল মাসে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ওপ্পোর নতুন ট্যাবলেটে Snapdragon 8 Elite চিপসেট থাকতে পারে, যেখানে শাওমির ট্যাবটি Snapdragon 8s Gen 3 প্রসেসর অফার করবে বলে অনুমান।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.