লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo S30 Pro Mini Specifications: ভিভোর নতুন চমক, মে মাসে আসছে Vivo S30 সিরিজ, থাকছে 50MP সেলফি ক্যামেরার Pro Mini মডেল

Published on:

ভিভো মে মাসে তাদের জনপ্রিয় S-সিরিজের নতুন স্মার্টফোনগুলি লঞ্চ করতে প্রস্তুতি নিচ্ছে। এই নতুন সিরিজ হবে Vivo S20 এবং S20 Pro-এর উত্তরসূরি। তবে এর নাম S21 নয়, বরং Vivo S30 সিরিজ হবে। আসন্ন এই সিরিজে দুটি মডেল থাকতে পারে— একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি একটি কমপ্যাক্ট মডেল, যার নাম রাখা হতে পারে Vivo S30 Pro Mini। জনপ্রিয় এক টিপস্টার আজ এই ফোনের বিশেষত্ব ফাঁস করেছেন।

READ MORE:  Motorola G45 Offer: বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার ও সেরা ক্যামেরার ফোন, এখানে মিলছে অবিশ্বাস্য অফার

ফাঁস হল Vivo S30 Pro Mini এর ফিচার

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে ভিভো এস৩০ প্রো মিনি মডেলে ৬.৩১-ইঞ্চি ফ্ল্যাট LTPO OLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হাটর্জ এবং এই ডিসপ্লে ১.৫কে (২৬৪০ x ১২১৬ পিক্সেল) রেজোলিউশন অফার করবে।

পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট ব্যবহার করা হবে, এই প্রসেসর আসলে ডাইমেনসিটি ৯৩০০ প্লাস-এর রিব্র্যান্ডেড ভার্সন। আবার ভিভো এস৩০ প্রো মিনি মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।

READ MORE:  OPPO K12x 5G: পড়ে গেলে ভাঙবে না, বৃষ্টির মধ্যেও ব্যবহার করতে পারবেন, ওপ্পো কে১২এক্স ৫জি সস্তায় কেনার দারুন সুযোগ | OPPO K12x 5G Price and Specification

ফটোগ্রাফির জন্য Vivo S30 Pro Mini স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে। আবার এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ও ৫০-মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে।

এর আগে জানা গিয়েছিল যে, এই সিরিজের Vivo S30 মডেলেও চমকপ্রদ স্পেসিফিকেশন থাকবে। ডিভাইসটি ৬.৬৭-ইঞ্চি OLED ১.৫কে স্ক্রিন এবং কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ 7 Gen 4 চিপসেট সহ এসেছে।

READ MORE:  OnePlus 12 Price: এক ধাক্কায় 19 হাজার টাকা সস্তা হল OnePlus 12, OnePlus Nord 4 5G ও Nord CE4 5G | OnePlus Nord CE4 5G Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.