লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo T3 Pro 5G Camera: ৫৫০০ টাকা দাম কমলো দুর্দান্ত ক্যামেরার Vivo T3 Pro 5G স্মার্টফোনের, সীমিত সময়ের অফার | Vivo T3 Pro 5G Discount Offer

Published on:

ফ্লিপকার্টে এই মুহূর্তে Vivo T3 Pro 5G এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ২২,৯৯৯ টাকায় এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ২৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে।

অঙ্কিতা মন্ডল, কলকাতা: যদি আপনি ২০ থেকে ২৫ হাজার টাকার বাজেটে ফিচারে ঠাসা 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে Vivo T3 Pro 5G একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। আর এই ডিভাইসটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে। এই ভিভো স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময়ে দাম ছিল ২৪,৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্ট সেলে এটি ২,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার সহ বিক্রি হচ্ছে।

READ MORE:  Samsung Galaxy A55 5G Discount: ২০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার Samsung Galaxy A55 5G স্মার্টফোন | Samsung Galaxy A55 5G Price Cut

Vivo T3 Pro 5G সস্তায় পাওয়া যাচ্ছে

ভিভো টি৩ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৪,৯৯৯ টাকা এবং ২৬,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এই মুহূর্তে ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ২২,৯৯৯ টাকায় এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ২৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে।

এর পাশাপাশি সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে ২,০০০ টাকা এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্টে ৩,০৫০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার এক্সচেঞ্জ অফারে আপনি এই ফোনের দাম ২২,৪০০ টাকায় কমাতে পারেন।

READ MORE:  Flipkart Big Bachat Days Sale: কাল শেষ হচ্ছে ধামাকা সেল, ১০ হাজার টাকার কমে কিনুন Vivo থেকে Realme এর জনপ্রিয় ফোন | Vivo T3 Lite 5G to Realme C61 under 10000

আপনাকে জানিয়ে দিই যে, ভিভো টি৩ প্রো ৫জি ফোনের উভয় ভ্যারিয়েন্ট কোম্পানির সাইট এবং অ্যামাজন ইন্ডিয়াতে যথাক্রমে ২৪,৯৯৯ টাকায় ও ২৬,৯৯৯ টাকায় বিক্রয় হচ্ছে।

Vivo T3 Pro 5G এর স্পেসিফিকেশনস

ডিসপ্লে: ভিভো টি৩ প্রো ৫জি ফোনে ৬.৭৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। এটি ৩ডি কার্ভড অ্যামোলেড স্ক্রীন যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ফোনে ইন-ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তিও উপস্থিত।

প্রসেসর: এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ অক্টা-কোর প্রসেসর এবং অ্যাড্রেনো ৭২০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যামও পাওয়া যাবে।

READ MORE:  Google Pixel 9a: অবশেষে বিক্রি শুরু সেরা ক্যামেরা সহ সস্তা Pixel 9a ফোনের, পাবেন লোভনীয় অফার | Google Pixel 9a Sale Date in India

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো টি৩ প্রো ৫জি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এর ব্যাক প্যানেলে OIS প্রযুক্তির সাথে ৫০ মেগাপিক্সেল সনি IMX882 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.