এই সপ্তাহেই বাজারে আসছে Vivo T4 5G স্মার্টফোন। আগামী ২২ এপ্রিল লঞ্চ হতে চলেছে এই আকর্ষণীয় ডিভাইসটি। তার আগে কোম্পানির তরফে ধাপে ধাপে এর বিভিন্ন ফিচার সামনে আনা হচ্ছে। জানা গেছে, Vivo T4 5G শক্তিশালী ব্যাটারি, অত্যাধুনিক ক্যামেরা এবং উজ্জ্বল ডিসপ্লে সহ বাজারে পা রাখবে। আজ আবার ফোনটির সম্ভাব্য দাম প্রকাশ করা হয়েছে।
Vivo T4 5G এর ভারতে দাম
ভিভো আজ নিশ্চিত করেছে যে টি৪ ৫জি স্মার্টফোনটির দাম থাকবে ২৫,০০০ টাকার কম। অর্থাৎ, এটি মিড রেঞ্জে আসবে। ই-কমার্স সাইট Flipkart ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এর জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এখান থেকে ডিভাইসটির বিশেষ বিশেষ ফিচার সামনে আনা হচ্ছে।
Vivo T4 5G এর সম্ভাব্য ফিচার
অফিসিয়াল টিজার থেকে জানা গেছে, ভিভো টি৪ ৫জি ফোনে থাকবে ৭৩০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে, এটি Sony IMX882 সেন্সর হবে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।
ভিভো টি৪ ৫জি এর সামনে কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে দেখা যাবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, যার লোকাল পিক ব্রাইটনেস হবে ৫,০০০ নিটস পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Schott Shield Glass ব্যবহার করা হবে।