Vivo T4 5G Sale: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বিশাল ব্যাটারি, Vivo T4 5G সেলে লোভনীয় অফারে কিনুন
ভিভো সম্প্রতি ভারতে Vivo T4 5G লঞ্চ করেছে। গতকাল থেকে এর সেলও শুরু হয়েছে। ক্রেতারা লোভনীয় অফারের সাথে এই ডিভাইসটি কিনতে পারবেন। ফোনটি Flipkart, Vivo ই-স্টোর এবং নির্দিষ্ট অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে। ফিচারের কথা বললে, Vivo T4 5G স্মার্টফোনে আছে ৭৩০০ এমএএইচ ব্যাটারি, কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর।
ভিভো টি৪ ৫জি ডিভাইসের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৩,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা।
সেলে ভিভো টি৪ ৫জি কেনার সময় HDFC, SBI এবং Axis Bank এর কার্ড ব্যবহার করলে ২০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ২০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এছাড়া ৬ মাসের নো-কস্ট EMI-এর সুবিধাও থাকছে।
ভিভো টি৪ ৫জি এর মূল আকর্ষণ এর ৭৩০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট FlashCharge প্রযুক্তি সাপোর্ট করে। এর মাধ্যমে মাত্র ৩৩ মিনিটে ব্যাটারির ৫০ শতাংশ এবং ৬৫ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর। এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Vivo T4 5G স্মার্টফোনের পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 OIS প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ডিভাইসটি IP65 রেটিং ও মিলিটারি গ্রেড রেজিস্ট্যান্সসহ এসেছে।
ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে এবং এতে এআই ইরেজার, এআই ফটো এনহ্যান্স, লাইভ টেক্সট, এআই নোট অ্যাসিস্ট্যান্ট, সুপার ডকুমেন্ট ও সার্কেল টু সার্চ ফিচার পাওয়া যাবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
সহেলি মিত্র, কলকাতা : পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার প্রত্যেকটি…
This website uses cookies.