Vivo T4 5G এর মূল্য ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।
সুমন পাত্র, কলকাতা: ভিভো ভারতীয় বাজারে T4 সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি এই সিরিজের T4x ডিভাইসটি ভারতে এসেছে, যাতে এই সেগমেন্টের সবচেয়ে বড় ৬৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এখন কোম্পানিটি Vivo T4 5G মডেলের উপর কাজ করছে। বেশ কয়েকজন টিপস্টার ডিভাইসটির পোস্টার ফাঁস করেছে, যেখানে লেখা আছে আসন্ন এই ফোনে ভারতের সবচেয়ে বড় ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আজ আবার Vivo T4 5G-এর স্পেসিফিকেশন, লঞ্চের সময় এবং দাম ফাঁস হয়েছে।
Vivo T4 5G এর ফিচার (লিক)
ভিভো টি৪ ৫জি ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লেটি কোয়াড-এজ ডিজাইন সহ আসবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,৩০০ এমএএইচ বড় ব্যাটারি থাকতে পারে, যা ৯০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
ফটোগ্রাফির জন্য, ভিভো টি৪ ৫জি ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল সনি IMX882 প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ভিভো এই ডিভাইসটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করতে পারে, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার সহ আসতে পারে।
Vivo T4 5G এর দাম (লিক)
দামের কথা বললে, ভিভো টি৪ ৫জি এর মূল্য ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে। এটি এপ্রিলে লঞ্চ হবে বলে ৯১মোবাইলস তাদের রিপোর্টে দাবি করেছে। জানিয়ে রাখি যে ভারতে ভিভো টি৪ ৫জি এর দাম শুরু হয়েছিল ১৯,৯৯৯ টাকা থেকে, যেখানে সদ্য লঞ্চ হওয়া টি৪এক্স এর দাম ১৩,৯৯৯ টাকা।