Vivo T4x 5G Discount: সেলে Vivo T4x 5G স্মার্টফোনে বিশাল ছাড়, মিলবে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি | Vivo T4x 5G Price

Vivo এর নতুন এবং ফিচারে ঠাসা স্মার্টফোনে বিশাল ছাড় পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট Vivo T4x 5G নামের স্মার্টফোনটি অনেক কম দামে বিক্রি করছে। ভারতে গত ১২ মার্চ শুরু হয়েছে এই ফোনের বিক্রি। দোল উপলক্ষে নানা অফারের মাঝে এই হ্যান্ডসেট আকর্ষণীয় ছাড় সহ কেনা যাবে। চলুন Vivo T4x 5G কী কী অফার ও ডিল সহ পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

READ MORE:  Tecno Camon 40 Series: লঞ্চ হল Tecno Camon 40 সিরিজ, আইফোনের মতো ওয়ান ট্যাপ বাটন, Ai ফিচার সহ আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Tecno Camon 40 Series Launched

Vivo T4x 5G ফোনে অফার এবং ছাড়

ফ্লিপকার্টে Vivo T4x 5G এর দাম ১৭,৯৯৯ টাকা। তবে এর উপর রয়েছে ২২% ছাড়। ফলে বর্তমানে ডিভাইসটি ১৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে আরও অনেক অফার রয়েছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং অন্যান্য ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, ১৩,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

READ MORE:  গিরিগিটির মতো রঙ বদলাবে ফোন, Realme P3x 5G দুর্দান্ত প্রযুক্তি সহ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে | Realme P3x 5G and P3 Pro Launching In India

Vivo T4x 5G এর স্পেসিফিকেশন

ভিভো টি৪এক্স ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনস ১০৫০ নিটস। এই ডিসপ্লে TÜV Rheinland Eye Protection সার্টিফিকেশন প্রাপ্ত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিনে চলে।

READ MORE:  Vivo V50: Vivo V50 প্রেমদিবসের পরেই আসছে দেশে, 50MP সেলফি ক্যামেরায় তুলবে সেরা ছবি | Vivo V50 India Launch Date

ক্যামেরার কথা বললে, ভিভো টি৪এক্স ৫জি ডিভাইসের পিছনে LED ফ্ল্যাশ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ডেপথ সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Scroll to Top