লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo T4x 5G First Sale: প্রথম সেলে আজ সস্তায় Vivo T4x 5G ফোন, ৬৫০০mAh বড় ব্যাটারি সহ আছে দুর্দান্ত ক্যামেরা | Vivo T4x 5G Sale Today

Published on:

Vivo T4x 5G First Sale: ভিভো সম্প্রতি ভারতে টি সিরিজের নতুন ফোন হিসেবে Vivo T4x 5G লঞ্চ করেছিল। আজ, ১২ মার্চ, ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে দুপুর ১২টায় এই ফোনের প্রথম সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতরা এই ডিভাইসের সাথে ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। সাশ্রয়ী মূল্যের এই হ্যান্ডসেটে আছে বড় ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা, এইচডি প্লাস ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর। অতিরিক্তভাবে, Vivo T4x 5G মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে, ফলে এটি শক, জল এবং ধুলো প্রতিরোধী হবে।

READ MORE:  iPhone 16 Discount: এমন অফার বারবার আসে না, iPhone 15 এর দামে বিক্রি হচ্ছে iPhone 16, কিনে ফেলুন | Flipkart Big Saving Days Sale

Vivo T4x 5G এর দাম ও সেল অফার

ভিভো টি৪এক্স ৫জি ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে, এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এটি মেরিন ব্লু এবং পার্পেল কালার অপশনে এসেছে।

ভিভো টি৪এক্স ৫জি প্রথম সেলে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্টে এই ছাড় পাওয়া যাবে। এরপর ১২,৯৯৯ টাকা থেকে ডিভাইসটি কেনা যাবে। উপরন্তু, এর সাথে এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।

READ MORE:  দূরের ছবি উঠবে স্পষ্ট, ফাটাফাটি ক্যামেরা পাওয়া যাবে Nothing Phone 3a সিরিজে

Vivo T4x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৪এক্স ৫জি স্মার্টফোনে সেগমেন্টের সবচেয়ে বড় ৬৫০০ এমএএইচ ব্যাটারি আছে। এই ব্যাটারি ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে। এটি ৪০ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম দেবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভিভো টি৪এক্স ৫জি ফোনে ৬.৭২ ইঞ্চি Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১০৫০ নিট। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিনে চলে।

READ MORE:  Vivo Y300i: 6500 এমএএইচ ব্যাটারি নিয়ে 14 মার্চ লঞ্চ হচ্ছে ভিভোর নতুন ফোন, প্রকাশ্যে এল দাম | Vivo Y300i Launch Date

ফটোগ্রাফির জন্য Vivo T4x 5G ফোনে ৫০ মেগাপিক্সেল এআই প্রাইমারি ক্যামেরা উপস্থিত, যা অটো ফোকাস সাপোর্ট করে। এছাড়াও পিছনে আছে সেকেন্ডারি ২ মেগাপিক্সেল সেন্সর। এতে রিং লাইট এবং ফ্ল্যাশও পাবেন। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ভালো ফটোগ্রাফির জন্য থাকছে নাইট, পোর্ট্রেট, পেমো, ডকুমেন্টস, স্লো মোশন, প্রো এবং লাইভ ফটোর মতো ফিচার।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.