লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo T4x 5G ও Vivo Y59 5G সাশ্রয়ী মূল্যে দেশে আসছে, লঞ্চের আগে লিস্টেড হল BIS সাইটে

Published on:

ফ্ল্যাগশিপ X200 সিরিজ লঞ্চের পর, এবার বাজেট স্মার্টফোন সেগমেন্টে মনোনিবেশ করেছে ভিভো। চাইনিজ ব্র্যান্ডটি Vivo T3x 5G ও Vivo Y59 5G মডেলের দুই নতুন ফোন ভারতে আনতে চলেছে। সংস্থার তরফে এখনও কিছু ঘোষণা না হলেও ফোন দুটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। যা ভারতে এদের লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। দুই ফোনই সাশ্রয়ী মূল্যে দেশে আত্মপ্রকাশ করবে।

READ MORE:  Vivo Y19e Launched: ৮০০০ টাকার কমে ডুয়েল ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y19e, রয়েছে বিশাল বড় ব্যাটারি | Vivo Y19e Price

মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুসারে, Vivo T4x 5G ও Vivo Y59 5G ভারতের BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। লিস্টিং শুধুমাত্র দুই ফোনের মডেল নম্বর প্রকাশ করেছে। Vivo T4x 5G-এর মডেল নম্বর V2437, যেখানে Vivo Y59 5G ফোনটি V2443 মডেল নম্বরের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবরে ফোনগুলি একই মডেল নম্বরের সঙ্গে IMEI ডেটাবেসে হাজির হয়েছিল।

READ MORE:  Xiaomi 15 Discount: ২১ হাজার টাকার পর্যন্ত ডিসকাউন্ট, শুরু হল Xiaomi 15 ও Xiaomi 15 Ultra এর বিক্রি | Xiaomi 15 Ultra Pre Orders

এই মুহূর্তে, স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই। যেহেতু, Vivo T4x গত বছরের T3x 5G-এর উত্তরসূরি হতে চলেছে, তাই এটি একই দামের সেগমেন্টে থাকবে এবং সামান্য আপগ্রেড পাবে বলে আশা করা যায়। T3x 5G ফোনটিতে ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ আইপিএস, এলসিডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও ১০০০ নিটস পিক ব্রাইটনেস রয়েছে।

READ MORE:  Vivo X200 Pro Mini: চীনের বিপুল জনপ্রিয় স্মার্টফোন আসছে ভারতে, ক্যামেরা পুরো তাক লাগিয়ে দেবে | Vivo X200 Pro Mini India Launch Date

এছাড়া, ৪ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসের দাম ১৩,৪৯৯ টাকা থেকে শুরু হয়ে ১৬,৪৯৯ টাকা পর্যন্ত গিয়েছে। অন্যদিকে, Vivo Y59 5G-এর পূর্বসূরী Y58 5G লঞ্চ হয়েছিল ১৯,৪৯৯ টাকায়।।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.