Vivo V30 5G Discount: অসাধারণ 50MP সেলফি ক্যামেরার Vivo V30 5G সবচেয়ে কম দামে, এখান থেকে কিনলেই লাভ | Vivo V30 5G Price in India
আপনি কি ভালো কোনো ক্যামেরা ফোন খোঁজ করছেন? তাহলে Vivo V30 5G বেছে নিতে পারেন। এই স্মার্টফোনে আছে 50MP ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আছে 50MP সেলফি ক্যামেরা। আর এই ডিভাইসটি এখন অনেক কমে কেনা যাচ্ছে। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে ফ্লিপকার্টের তুলনায় সরাসরি 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে রয়েছে ব্যাঙ্ক, এক্সচেঞ্জ সহ বিভিন্ন অফার।
ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে V30 5G ফোনের 8GB র্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে। আবার 8GB র্যাম + 256GB স্টোরেজ এবং 12GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে যথাক্রমে 31,999 টাকা ও 33,999 টাকা। এই ডিভাইসটি আন্দামান ব্লু, ক্লাসিক ব্ল্যাক এবং পিকক গ্রিনে অপশনে উপলব্ধ।
অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্মার্টফোনটি কিনলে 2000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফার শুধুমাত্র HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে। এর সাথে আছে ইএমআই এবং এক্সচেঞ্জ অফার। আবার 3 মাসের নো কস্ট ইএমআই অফার, ভিভো স্টুডেন্ট পোগ্রাম, 500 টাকার রিভিউ ভাউচার ও 15 দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাওয়া যাবে।
ভিভো V30 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজোলিউশন 2800 x 1260 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 2800 নিটস। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফটোগ্রাফির জন্য এর পিছনে অটো ফোকাস এবং OIS সমর্থন সহ 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে।
আবার সেলফি এবং ভিডিও কলিং এর জন্য সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সামনের ক্যামেরায় ডকুমেন্ট, লাইভ ফটো, পোর্ট্রেট, মাইক্রো মুভি, ডুয়াল ভিউ মতো ফিচার সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh জাম্বো ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ৩রা এপ্রিল বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Scam)…
সহেলি মিত্র, কলকাতা: নববর্ষের আবহে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে রীতিমতো লটারি লাগল…
রিয়েলমি তাদের নতুন 5G স্মার্টফোন Realme 14T 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। ২৫…
This website uses cookies.