লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo V40e 5G Discount: সুপারমুন সহ রয়েছে 50MP সেলফি ক্যামেরা, Vivo V40e 5G অতি সস্তায় কেনার দারুন সুযোগ | Vivo V40e 5G Price in India

Published on:

ভিভোর ভি সিরিজের একটি ফোন এখন সস্তায় পাওয়া যাচ্ছে। এর স্মার্টফোনের নাম Vivo V40e 5G। ডিভাইসটি 20 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার ও আকর্ষণীয় ব্যাঙ্ক অফার সহ পাওয়া যাচ্ছে। এর সাথে এক্সচেঞ্জ অফারও আছে। Vivo V40e 5G ডিভাইসে আছে 5500mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা ও 3D কার্ভড ডিসপ্লে। আসুন এর উপর কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

Vivo V40e 5G এর দাম ও অফার

ভিভো V40e 5জি স্মার্টফোনের 8GB র‌্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ফ্লিপকার্টে 20 শতাংশ ডিসকাউন্টের পর 26,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার এর 8GB র‌্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 19 শতাংশ ছাড়ে 28,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটি মিন্ট গ্রিন এবং রয়্যাল ব্রোঞ্জ কালারে এসেছে।

READ MORE:  Oppo Find X8 Ultra Specification: Oppo-র সবচেয়ে পাওয়ারফুল ফোন ১১ই এপ্রিল লঞ্চ হচ্ছে, থাকবে অনবদ্য ক্যামেরা | Oppo Find X8s Plus Specification

অন্যান্য অফারের কথা বললে, ভিভো V40e 5জি কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 2063 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার অন্যান্য ব্যাঙ্কের কার্ডে রয়েছে 750 টাকা ছাড়। ফোনটি নো কস্ট ইএমআই অফারে কেনা যাবে। এর সাথে রয়েছে চমৎকার এক্সচেঞ্জ অফার।

Vivo V40e 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো V40e 5জি স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.77 ইঞ্চি 3D কার্ভড ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন 2392 × 1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। ফটোগ্রাফির জন্য এর ব্যাক সাইডে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাক সাইডে ফ্ল্যাশও দেওয়া হয়েছে।

READ MORE:  Amazon 5G Superstore offer: Amazon ৫জি সুপারস্টোরে দারুন অফার, জলের দরে কিনুন OnePlus 12R | OnePlus 12R Discount

Vivo V40e 5G স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে পোর্ট্রেট, মাইক্রো, আল্ট্রা এইচডি ডকুমেন্ট, সুপারমুন, প্রো এবং ডুয়েল ভিউ-এর মতো অনেক ক্যামেরা ফিচার উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর দেওয়া হয়েছে।

READ MORE:  Realme GT 7T Feature: মিড রেঞ্জে আগুন ঝরাবে Realme GT 7T, ৮ জিবি র‌্যাম সহ থাকবে NFC সাপোর্ট | Realme GT 7T NFC Support Launch Soon

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.