লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo V50: ছবি দেখলেই কেনার ইচ্ছা জাগবে! লঞ্চের আগেই ফাঁস Vivo V50-এর ডিজাইন, ফিচার্স | Vivo V50 Launch Date

Published on:

সবকিছু ঠিকঠাক চললে Vivo V40 ফেব্রুয়ারিতে ভারতে আসতে পারে। জল্পনা শোনা যাচ্ছে যে, চীনে লঞ্চ হওয়া Vivo S20-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে এটি। অফিসিয়াল লঞ্চের আগেই ভিভোর এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের ডিজাইন, মেজর ফিচার্স সহ নানা ডিটেলস প্রকাশ্যে এসেছে। চলুন দেখে নিই, এই ফোনে কী কী চমক থাকবে।

Vivo V50: ডিজাইন ও ফিচার্স

READ MORE:  Samsung Galaxy S25 Series: ইংরেজি দুর্বল? এবার বাংলাতেই কথা বলুন AI-এর সঙ্গে, স্মার্টফোনে এল দারুণ সুবিধা | Samsung Galaxy AI Indian Language

টিপস্টার যোগেশ ব্রার তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নতুন ফোনটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। তাঁর দাবি, Vivo V50 ফ্ল্যাগশিপ X200 Pro-এর মতো কোয়াড-কার্ভড ডিসপ্লের সঙ্গে আসবে। টিপস্টারের আরও দাবি, এটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ “সেগমেন্টের সবচেয়ে পাতলা ফোন” হতে পারে। কিন্তু ঠিক কেমন প্রাইস সেগমেন্টে আসবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

READ MORE:  iQOO 13 5G Discount: DSLR ক্যামেরা হার মানবে, বিশাল ছাড়ে IQOO 13 5G স্মার্টফোন, রয়েছে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Amazon Electronics Premier League Smartphone Sale

পোস্টে প্রকাশিত ছবিতে V50 মডেলটিকে রোজ রেড কালার স্কিমে দেখা গিয়েছ ডিজাইনটি  S20-এর চাইনিজ ভার্সনের অনুরূপ। ব্যাক প্যানেলের উপরের বাম কোণে পিল-আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি রিং-এর মতো এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। ভলিউম রকার এবং পাওয়ার বাটন হ্যান্ডসেটের ডান প্রান্তে অবস্থিত।

অন্যান্য স্পেসিফিকেশন বা ফিচার্সের কথা বললে, Vivo V50 স্মার্টফোনে Snapdragon 7 Gen 3 চিপ এবং সেলফি-ভিডিয়ো কলের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। বৈশিষ্ট্যগুলি Vivo S20-এর সঙ্গে মিলে যায়। তবে ৬,০০০ এমএএইচ ব্যাটারির পরিবর্তে, চাইনিজ S20 মডেলটি ৮০ দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে।।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Vivo V50 এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, তার আগেই সেলের তারিখ ও দাম ফাঁস
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.