Vivo V50 এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, তার আগেই সেলের তারিখ ও দাম ফাঁস

ভিভো শীঘ্রই ভারতে Vivo V50 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটি Vivo V40 এর আপগ্রেড ভার্সন হবে। আজ এই ফোনের জন্য একটি মাইক্রো সাইট লাইভ করা হয়েছে। এই ওয়েবসাইটে ডিভাইসের ডিজাইন এবং কালার ভ্যারিয়েন্ট প্রকাশ করা হয়েছে। তবে কোম্পানি এখনও এর লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে এটি চলতি মাসের তৃতীয় সপ্তাহে লঞ্চ হবে।

Vivo V50 এর ভারতে লঞ্চের তারিখ (ফাঁস)

91mobiles-এর রিপোর্ট অনুসারে, ভিভো ভি৫০ আগামী ১৭ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। আর লঞ্চের ঠিক এক সপ্তাহ পরে ২৪ ফেব্রুয়ারি থেকে এর সেল শুরু হবে। ফোনটি আগের ভি-সিরিজ মডেলগুলির মতোই অনলাইন এবং অফলাইন উভয় রিটেল স্টোর থেকে পাওয়া যাবে।

READ MORE:  Vivo Y39 5G Launched: সারাদিন সিনেমা-ভিডিয়ো দেখতে পারবেন, 6500mah ব্যাটারির নতুন ফোন আনল Vivo | Vivo Y39 5G Price

Vivo V50 এর দাম (লিক)

দামের কথা বললে জনপ্রিয় এক টিপস্টার বলেছেন ভিভো ভি৫০ এর দাম ৩৭,৯৯৯ টাকা রাখা হবে। উল্লেখ্য, গত বছর ভিভো ভি৪০ লঞ্চ হয়েছিল ৩৪,৯৯৯ টাকায়।

আরও পড়ুনঃ Xiaomi খারাপ খবর শোনালো, Redmi বা Poco-র এই ফোন ব্যবহার করলে সাবধান

Vivo V50 এর ফিচার (সম্ভাব্য)

ভিভো ভি৫০ চীনে বিক্রি হওয়া Vivo S20 এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে, তবে ভারতীয় ব্যবহারকারীদের জন্য এর ফিচারে কিছু পরিবর্তন আনা হবে।

READ MORE:  iPhone 16e Price: ফাটাফাটি সুযোগ, লঞ্চ হওয়ার এক মাস না যেতেই iPhone 16e মিলছে ২১ হাজার টাকা ডিসকাউন্টে | iPhone 16e Rs 21000 Discount

ডিসপ্লে: ভিভো ভি৫০ মডেলে পাতলা বেজেল সহ কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি ৬০ মাস ধরে দুর্দান্ত পারফরম্যান্স দেবে।

ক্যামেরা: ভিভো ভি৫০ মডেলে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি ক্যামেরা এবং ৪কে ভিডিও রেকর্ডিং সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকবে। সামনে থাকবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কম আলোতে ছবি তোলার জন্য এতে অরা লাইট দেওয়া হবে।

READ MORE:  আমজনতার জন্য দারুণ ফোন আনছে ভিভো, থাকবে শক্তিশালী ব্যাটারি

ব্যাটারি: নতুন ভিভো ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আইপি রেটিং: ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP68 এবং IP69 রেটিং থাকবে।

কালার: ডিভাইসটি টাইটানিয়াম গ্রে, রোজ রেড এবং স্টারি ব্লু কালারে পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top