Vivo V50: ভ্যালেন্টাইন্স ডে'র পরেই দেশে আসছে Vivo V50 স্মার্টফোন, 50MP সেলফি ক্যামেরা সহ ভরপুর চমক | Vivo V50 India Launch Date
Vivo V50 খুব তাড়াতাড়ি দেশের বাজারে আসতে চলেছে। চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডটি এখনও লঞ্চের দিনক্ষণ প্রকাশ না করলেও, লেটেস্ট V সিরিজের মডেলটি আগামী মাসেই ভারতে আসবে বলে দাবি করা হয়েছে। Vivo V50 শক্তিশালী Snapdragon 7 Gen 3 প্রসেসরে চলবে। এতে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে বলে জানা গিয়েছে। এটি খুব সম্ভবত Vivo S20 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।
Vivo V50 ভারতে কবে লঞ্চ হবে
টিপস্টার যোগেশ ব্রার স্মার্টপিক্সের সঙ্গে যৌথ উদ্যোগে দাবি করেছে, Vivo V50 ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে। ১৮ ফেব্রুয়ারি দিনটিকে লঞ্চের অস্থায়ী তারিখ হিসাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে, Vivo V50 Pro মডেলটি বাজারে আসতে মার্চ বা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
Vivo V50 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ভিভো ভি৫০ স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর সহযোগে আসবে। এটি তিনটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে — ৮ জিবি+১২৮ জিবি, ৮ জিবি+২৫৬ জিবি, এবং ১২ জিবি+৫১২ জিবি। ফোনটিতে ব্লু, গ্রে, রোজ, ও রেড কালার অপশন পাওয়া যাবে। টিপস্টার আরও বলেছেন, ফেব্রুয়ারিতে ভিভো ভি৫০ প্রো লঞ্চ হবে না।
চীন-এক্সক্লুসিভ ভিভো এস২০-এর রিব্র্যান্ডেড সংস্করণ হলে দুই ফোনে একইরকম স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা যায়। জানিয়ে রাখি, ভিভো এস২০ মডেলে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে (১২৬০x২৮০০ পিক্সেল) রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ আপনার দিন…
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
This website uses cookies.