Vivo V50 5G Price: ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo V50 5G ফোনের দামে বড়সড় পতন, এত সস্তায় কিনতে পারবেন | Vivo V50 5G Offers

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল ছাড়াও বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেওয়া হয়। এখন যেমন Vivo V50 5G ফোনটি আপনি সস্তায় কিনতে পারবেন। এর বেস মডেলের উপর ১৩ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারও আছে। ফিচারের কথা বললে, এই হ্যান্ডসেটে অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ও ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। আসুন Vivo V50 5G কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

READ MORE:  Vivo T4x 5G Camera: দুর্দান্ত ক্যামেরার Vivo T4x 5G হবে এত সস্তা, লঞ্চের আগেই দাম ফাঁস | Vivo T4x 5G Price in India

Vivo V50 5G এর দাম ও ফ্লিপকার্টে অফার

ভিভো ভি৫০ ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। তবে বর্তমানে এটি উল্লেখযোগ্য ছাড়ে বিক্রি হচ্ছে। ফ্লিপকার্টে এটি বর্তমানে ৬,০০০ টাকা ছাড়ে ৩৬,৯৯৯ টাকায় কেনা যাবে। উপরন্তু, ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ৩,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে। শুধু তাই নয়, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে আপনি পাবেন ২৬,১৫০ টাকা পর্যন্ত ছাড়।

READ MORE:  Vivo V50: Vivo V50 প্রেমদিবসের পরেই আসছে দেশে, 50MP সেলফি ক্যামেরায় তুলবে সেরা ছবি | Vivo V50 India Launch Date

Vivo V50 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ভি৫০ ৫জি ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৭৭-ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজোলিউশন ২৩৯২ x ১০৮০ পিক্সেল। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। জল প্রতিরোধের জন্য এতে রয়েছে আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং।

READ MORE:  Smartphone Under 10000: ১০ হাজার টাকার কমে ১০ জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Realme 5G স্মার্টফোন | 50 Megapixel Camera Smartphone Realme Narzo N65 5G

Vivo V50 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে জেইআইএসএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট সহ ৬০০০ এম এএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Scroll to Top