Vivo V50 Camera: 6000mah ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার অনবদ্য ফোন Vivo V50 দেশে এল | Vivo V50 Launched India
Vivo V50 আজ ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে গেল। এটি ভিভোর নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে বাজারে এসেছে। ফোনটি গত বছর লঞ্চ হওয়া Vivo V40 মডেলের উত্তরসূরী। ভিভোর এই হ্যান্ডসেটে পাতলা ডিজাইন রয়েছে এবং সেগমেন্টের সবচেয়ে স্লিম ৬,০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন বলে দাবি করা হয়েছে। Zeiss ক্যামেরার উপস্থিতির কারণে ফোনটি দারুণ ছবি তুলতে পারবে। চলুন Vivo V50-এর দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ভিভো ভি৫০ ৬.৭৭ ইঞ্চি কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে (২৩৯২x১০৮০ পিক্সেল), ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিট ব্রাইটনেস অফার করে। স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেনারেশন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি এবং ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ উপলব্ধ।
ফটোগ্রাফির জন্য, ভিভো ভি৫০-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫০ মেগাফিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফির জন্য, ৫০ মেগাপিক্সেলের একটি ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। স্মার্টফোনটির ৬,০০০ এমএএইচ ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
সফটওয়্যারের দিক থেকে ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ওএস ১৫। তিন বছর সিস্টেম আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অন্যান্য বৈশিষ্টের মধ্যে জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং, অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্লুটুথ ৫.৪ উল্লেখযোগ্য।
ভারতে Vivo V50 এর দাম
ভারতে ভিভো ভি৫০ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ বেস মডেলের দাম ৩৪,৯৯৯ টাকা। এটি ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ৫১২ জিবি মেমরি ভেরিয়েন্টেও পাওয়া যাবে। দাম যথাক্রমে ৩৬,৯৯৯ টাকা ও ৪০,৯৯৯ টাকা। ২৫শে ফেব্রুয়ারি থেকে আমাজন, ফ্লিপকার্ট, এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে। রোজ রেড, টাইটানিয়াম গ্রে এবং স্টারি নাইট নামে তিনটি কালার অপশন রেখেছে কোম্পানি।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.