Vivo V50 Lite 4G Battery: ৬,৫০০ এমএএইচ ব্যাটারি ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুর্দান্ত ফোন আনল ভিভো | Vivo V50 Lite 4G First Look in Turkey
5G নেটওয়ার্কের যুগে এখনও 4G স্মার্টফোন লঞ্চ করতে দেখা যাচ্ছে নির্মাতাদের। মূলত একই ফিচার্স যুক্ত 5G ফোনের থেকে কিছুটা সস্তায় বিক্রি হয় এই ধরনের মডেল। এবার তেমনই একটি হ্যান্ডসেট লঞ্চ করল ভিভো। সংস্থা Vivo V50 Lite 4G নামে একটি নতুন মডেল নিয়ে এসেছে। এতে শক্তিশালী বডি, ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, IP65 রেটিং সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স রয়েছে। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি দেখে নেওয়া যাক।
ভিভো ভি৫০ লাইট (৪জি) ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি প্লাস রেজোলিউশন, সর্বোচ্চ ১,৮০০ নিট ব্রাইটনেস অফার করে। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। আবার ৮ জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস১৫ কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, ভিভো ভি৫০ লাইট (৪জি) একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স অফার করছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য সামনের দিকে ৩২ মেগাপিক্সেলের সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এতে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ভিভোর নতুন ফোনটিতে বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও, এটির প্রোফাইল ৭.৭৯ মিমি এবং ওজন ১৯৬ গ্রাম। ডুয়াল স্পিকার এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বৈশিষ্ট্য রয়েছে। বিল্ডের কথা বললে, এটি আইপি৬৫ রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস পেয়েছে। এছাড়াও, ড্রপ প্রতিরোধের জন্য মিলিটারি গ্রেড রেটিং আছে।
ভিভোর নতুন ফোনটি এই মুহূর্তে তুরস্কে লঞ্চ হয়েছে। দেশটিতে এটির ৮ জিবি + ২৫৬ জিবি সিঙ্গেল মেমরি কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ তুর্কি লিরা, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭,২১৫ টাকা। এটি কালো এবং সোনালী রঙে কেনা যাবে। অন্য কোনও দেশে লঞ্চ হবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি সংস্থা।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি উচ্চমানের একটি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ…
ভারতে কুইক কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিভিন্ন আইটেম বাড়িতে…
ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
This website uses cookies.