Vivo V50 Lite 4G Battery: ৬,৫০০ এমএএইচ ব্যাটারি ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুর্দান্ত ফোন আনল ভিভো | Vivo V50 Lite 4G First Look in Turkey

5G নেটওয়ার্কের যুগে এখনও 4G স্মার্টফোন লঞ্চ করতে দেখা যাচ্ছে নির্মাতাদের। মূলত একই ফিচার্স যুক্ত 5G ফোনের থেকে কিছুটা সস্তায় বিক্রি হয় এই ধরনের মডেল। এবার তেমনই একটি হ্যান্ডসেট লঞ্চ করল ভিভো। সংস্থা Vivo V50 Lite 4G নামে একটি নতুন মডেল নিয়ে এসেছে। এতে শক্তিশালী বডি, ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, IP65 রেটিং সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স রয়েছে। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি দেখে নেওয়া যাক।

Vivo V50 Lite (4G): স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো ভি৫০ লাইট (৪জি) ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি প্লাস রেজোলিউশন, সর্বোচ্চ ১,৮০০ নিট ব্রাইটনেস অফার করে। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। আবার ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম রয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস১৫ কাস্টম স্কিনে রান করে।

READ MORE:  iQOO Z10 Turbo Battery: সুপার চার্জিং ফোন হবে iQOO Z10 Turbo, ৭৬০০mAh ব্যাটারি সহ থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | iQOO Z10 Turbo Launch Date

ফটোগ্রাফির জন্য, ভিভো ভি৫০ লাইট (৪জি) একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স অফার করছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য সামনের দিকে ৩২ মেগাপিক্সেলের সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এতে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

ভিভোর নতুন ফোনটিতে বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও, এটির প্রোফাইল ৭.৭৯ মিমি এবং ওজন ১৯৬ গ্রাম। ডুয়াল স্পিকার এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বৈশিষ্ট্য রয়েছে। বিল্ডের কথা বললে, এটি আইপি৬৫ রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস পেয়েছে। এছাড়াও, ড্রপ প্রতিরোধের জন্য মিলিটারি গ্রেড রেটিং আছে।

READ MORE:  Vijay Sale: গল্প নয় সত্যি, এবার আইফোনের স্বপ্নপূরণ, জনপ্রিয় মডেলে প্রায় 15 হাজার টাকা ছাড় | iPhone 16 Pro Price Drop

Vivo V50 Lite (4G)-এর দাম

ভিভোর নতুন ফোনটি এই মুহূর্তে তুরস্কে লঞ্চ হয়েছে। দেশটিতে এটির ৮ জিবি + ২৫৬ জিবি সিঙ্গেল মেমরি কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ তুর্কি লিরা, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭,২১৫ টাকা। এটি কালো এবং সোনালী রঙে কেনা যাবে। অন্য কোনও দেশে লঞ্চ হবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি সংস্থা।

READ MORE:  দমদার পারফরম্যান্সের সাথে আসছে Realme GT 7 Pro এর রেসিং এডিশন, বড় ব্যাটারি সহ থাকবে ট্রিপল ক্যামেরা

Scroll to Top