Vivo V50 Lite 4G Features: 6500mah ব্যাটারির সঙ্গে 90 ওয়াট চার্জিং, দারুণ ফিচার্সের স্মার্টফোন লঞ্চ করছে Vivo | Vivo V50 Lite 4G Design Leaked

Vivo V40 Lite বাজারে আসতে আর বেশি দেরি নেই। সংস্থা কিছু না বললেও, এই স্মার্টফোনটি 5G এবং 4G ভেরিয়েন্টে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ফোনটি Google Play Console-এর ডেটাবেসে দেখা গিয়েছে, যা এর ডিজাইনের পাশাপাশি মেজর ফিচার্সগুলি হাইলাইট করেছে। 4G ও 5G মডেল দুটি একইসাথে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

READ MORE:  আমজনতার জন্য খুশির খবর, Redmi A5 ও Poco C71 সস্তায় আসছে দেশের বাজারে

ডিজাইন ডিটেলস ও ডিসপ্লে ফিচার্স

গুগল প্লে কনসোলের লিস্টিং প্রকাশ করেছে যে Vivo V50 Lite 4G স্লিক ডিজাইন অফার করবে ও রিয়ার প্যানেলের উপরে বাম কোণে উল্লম্ব পিল-আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে। ক্যামেরা আইল্যান্ডে দুটি সেন্সর এবং একটি অরা লাইট আছে। সামনের দিকে, পাতলা বেজেল এবং সেলফি ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ কাটআউট বর্তমান।

ভলিউম কী এবং পাওয়ার বাটন ফোনটির ডান প্রান্তে অবস্থিত। লিস্টিংয়ে সোনালী রঙের ভেরিয়েন্টে দেখা গিয়েছে। লঞ্চের সময় আরও কালার অপশন আসবে বলে আশা করা যায়। Vivo V50 Lite 4G ফোনটিতে ২০৮০x২৩৯২ পিক্সেল রেজোলিউশনের কার্ভড-এজ ওলেড ডিসপ্লে থাকবে। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে বলে অনুমান করা হচ্ছে।

READ MORE:  ৪০০০ টাকা ডিসকাউন্ট, সস্তা iPhone 16e প্রথম সেলে বাম্পার ডিসকাউন্টে কেনার বিরাট সুযোগ

পারফরম্যান্স ও অন্যান্য স্পেসিফিকেশন

পারফরম্যান্সের জন্য Vivo V50 Lite 4G স্মার্টফোনে কোয়ালকমের Snapdragon 680 চিপসেট, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এতে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম এবং তার উপরে অরিজিন ওএস কাস্টম স্কিন থাকবে। এই ফোনে ৬,৫০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি মিলবে বলে জল্পনা শোনা যাচ্ছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করার সম্ভাবনা রয়েছে।

READ MORE:  সেরা ক্যামেরার ভিভো ভি৫০ ফোনের দাম কত পড়বে? লঞ্চের আগেই ফাঁস

Scroll to Top