লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo V50 Lite 5G Launched: 6500mAh ব্যাটারি ও 512 জিবি স্টোরেজের দুর্দান্ত 5G স্মার্টফোন নিয়ে হাজির হল Vivo | Vivo V50 Lite 5G Price

Published on:

সুমন পাত্র, কলকাতা: Vivo V50 Lite 5G গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল। প্রথমে এই স্মার্টফোনের 4G ভার্সন বাজারে এনেছিল ভিভো, যার সঙ্গে নতুন মডেলটির অনেক সাদৃশ্য লক্ষ্য করা যাবে। এতে মিলিটারি গ্রেড ড্রপ রেজিট্যান্স, জল থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, Dimensity 6300 প্রসেসর, ১২০ হার্টজ pOLED ডিসপ্লে, পাওয়ারফুল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো আকর্ষণীয় ফিচার্স রয়েছে। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি দেখে নেওয়া যাক।

READ MORE:  ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo T3 Ultra ফোন ৫ হাজার টাকা ছাড়ে, আজই অফার শেষ

Vivo V50 Lite 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো ভি৫০ লাইট ৫জি ৬.৭ ইঞ্চি পোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১,৮০০ নিট লোকাল ব্রাইটনেস, ফুল-এইচডি প্লাস রেজোলিউশন এবং এসজিএস লোব্লু লাইট সার্টিফিকেশন অফার করে। ফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে। ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস১৫ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, ভিভো ভি৫০ লাইট ৫জি একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সের সাথে এসেছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে ৩২ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা উপলব্ধ। এই ফোনে ৬,৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি উপলব্ধ যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

READ MORE:  এবার গ্লোবাল ফোন আনছে Vivo, বিক্রি হবে বিশ্বের বিভিন্ন প্রান্তে | Vivo V40 Lite Launch Date

ভিভোর নতুন ফোনটিতে বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও, এটি ৭.৭৯ মিমি পাতলা এবং ওজন ১৯৭ গ্রাম। ডুয়াল স্পিকার এবং রিভার্স চার্জিংয়ের মতো বৈশিষ্ট্য রয়েছে। এটি আইপি৬৫ রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস পেয়েছে। এছাড়াও, ড্রপ রেজিট্যান্সের জন্য মিলিটারি গ্রেড রেটিং আছে।

Vivo V50 Lite 5G-এর দাম

ভিভোর নতুন স্মার্টফোনটির ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজের কনফিগারেশনের দাম ৩৯৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭,২০০ টাকা। এটি স্পেনের অফিসিয়াল ই-স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ। হ্যান্ডসেটটি ফ্যান্টাসি পার্পল, ফ্যান্টম ব্ল্যাক, সিল্ক গ্রিন এবং টাইটানিয়াম গোল্ড রঙে পাওয়া যাচ্ছে। এটি ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিত করেনি সংস্থা।

READ MORE:  মোবাইলে খেলতে পারবেন বড় বড় গেমস! বাজেট-ফ্রেন্ডলি গেমিং ফোন আনল Asus

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.