লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo V50 Pro Processor: অনবদ্য ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Vivo V50 Pro, গিকবেঞ্চ থেকে স্পেসিফিকেশন ফাঁস | Vivo V50 Pro Appears in Geekbench

Published on:

Vivo V50 Pro Appears in Geekbench: Vivo V40 ও V40 Pro গত বছর একসাথে বিভিন্ন দেশে লঞ্চ হয়েছিল। আবার ফেব্রুয়ারি মাসেই এদের উত্তরসূরী হিসাবে Vivo V50 আত্মপ্রকাশ করছে। তবে, তাৎপর্যপূর্ণ বিষয় হল কোম্পানি V50 Pro মডেলটির ঘোষণা করেনি, যার ফলে এটি পরে বাজারে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। স্মার্টফোনটি এখন গিকবেঞ্চে হাজির হয়েছে বলে খবর সামনে এসেছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটি Vivo V50 Pro-এর বেশ কিছু হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রকাশ করেছে। জানিয়ে রাখি, এই সিরিজের অধীনে V50 Lite, V50 Lite (4G) মডেলগুলির উপরেও কাজ চলছে।

READ MORE:  ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৬০০০mAh ব্যাটারি, ১৫ হাজার টাকার কমে Realme, Samsung ফোন | Which Smartphone Under 15000 with 64MP Camera

সম্ভাব্য Vivo V50 Pro দেখা গেল Geekbench সাইটে

গিকবেঞ্চে V2504 মডেল নম্বরের সাথে ভিভোর একটি ফোনকে দেখা গিয়েছে। মাদারবোর্ডের জায়গায় লেখা মিডিয়াটেকের MT6989 মডেল নম্বরটি ডাইমেনসিটি 9300 বা D9300+ চিপসেটের সাথে যুক্ত। এতে ৩.৪ গিগাহার্টজের প্রাইম কোর স্পিড নিশ্চিত করার জন্য যথেষ্ট যে Vivo V50 Pro চলবে Dimensity 9300+ প্রসেসরে।

গিকবেঞ্চ লিস্টিং আরও জানিয়েছে যে, ভিভোর নতুন ফোনটিতে ৮ জিবি র‍্যাম ও Android 15 অপারেটিং সিস্টেম রয়েছে। ডিভাইসটি Geekbench 6-এর সিঙ্গেল-কোর টেস্টে ১১৭৮ পয়েন্ট স্কোর করেছে। আর মাল্টি-কোর টেস্টে ৪০৯৮ পয়েন্ট পেয়েছে। উল্লেখ্য, অতীতে লঞ্চ হওয়া Vivo V40 Pro এবং V30 Pro ফোনগুলি Vivo S18 Pro ও S19 Pro-এর পরিবর্তিত সংস্করণ, যেগুলি শুধু চীনে উপলব্ধ। ফলে V50 Pro গত বছরের ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়া S20 Pro-এর সামান্য মডিফায়ড ভার্সন হতে পারে।

READ MORE:  এবার পথে ৪২ হাজার পার্শ্বশিক্ষক, বেতন বৃদ্ধির দাবিতে ক্লাস বয়কটের ডাক, চাপে রাজ্য সরকার

স্পেসিফিকেশনের কথা বললে, Vivo S20 Pro-তে ১২০ হার্টজ অ্যামোলেড স্ক্রিন, অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে।

READ MORE:  পারফরম্যান্সের নিরিখে কোন স্মার্টফোন এগিয়ে, গেমিংয়ের জন্য কে সেরা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.