লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo V50: Vivo V50 প্রেমদিবসের পরেই আসছে দেশে, 50MP সেলফি ক্যামেরায় তুলবে সেরা ছবি | Vivo V50 India Launch Date

Updated on:

Vivo V50 যে ফেব্রুয়ারিতেই ভারতে আসছে তা আর অজানা নেই। ইতিমধ্যেই স্মার্টফোনটির প্রথম টিজার প্রকাশ হয়েছে। সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণার আগেই এখন ডিভাইসটির লঞ্চের তারিখ প্রকাশ্যে এসেছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি পোস্টার থেকে জানা গিয়েছে যে Vivo V50 আগামী ১৮ ফেব্রুয়ারি এদেশে প্রকাশ হবে।

Vivo V সিরিজ ক্যামেরার জন্য পরিচিত। আপকামিং V50 মডেলটির ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। গত সপ্তাহের শুরুতে ফোনটির পিছনের ডিজাইন ফাঁস করেছিল। ব্যাক প্যানেলে ছিল রোজ রেড হিউ’ কালার অপশন, যা দেখতে খুবই মিষ্টি। ফোনের ব্যাকে পিল আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে দুটি সেন্সর অবস্থিত।

READ MORE:  দুর্ধর্ষ ক্যামেরা ও চমৎকার ফিচার সহ Vivo X200 Pro Mini-র এন্ট্রি হচ্ছে ভারতে

Vivo V50 দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো ভি৫০-এর দাম ভারতে ৩৭,৯৯৯ টাকার মধ্যে থাকতে পারে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে ৬.৭ ইঞ্চি কোয়াড-কার্ভড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রগন ৭ জেন ৩ চিপ ব্যবহার হতে পারে। ডিভাইসটি ৮ জিবি / ১২ র‍্যাম ও ২৮৬ জিবি /৫১২ জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হওয়ার সম্ভাবনা।

READ MORE:  Doomsday Smartphone Launched: বাজারে এল প্রোজেক্টর সহ অভিনব Doomsday স্মার্টফোন, 23800mah ব্যাটারি সঙ্গে রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা | Doomsday Smartphone 23800mah Battery

নতুন ফোনটিতে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও সামনে ৫০ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা মিলবে। ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ১৫ কাস্টম স্কিমে ইনস্টলড থাকবে ফোনে। এছাড়া, জল ও ধুলো থেকে রক্ষার জন্য আইপি৬৮ বা আইপি৬৯ রেটিং থাকতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Redmi A5 4G Specifications: বাংলাদেশে ঝড় তুলে Redmi A5 এবার পা রাখছে ইউরোপে, সস্তায় এটাই সেরা ফোন? | Redmi A5 4G Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.