Vivo V50: ভ্যালেন্টাইন্স ডে’র পরেই দেশে আসছে Vivo V50 স্মার্টফোন, 50MP সেলফি ক্যামেরা সহ ভরপুর চমক | Vivo V50 India Launch Date

Vivo V50 খুব তাড়াতাড়ি দেশের বাজারে আসতে চলেছে। চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডটি এখনও লঞ্চের দিনক্ষণ প্রকাশ না করলেও, লেটেস্ট V সিরিজের মডেলটি আগামী মাসেই ভারতে আসবে বলে দাবি করা হয়েছে। Vivo V50 শক্তিশালী Snapdragon 7 Gen 3 প্রসেসরে চলবে। এতে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে বলে জানা গিয়েছে। এটি খুব সম্ভবত Vivo S20 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

READ MORE:  Vivo Holi Sale: চার চারটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, হোলির আগে Vivo V40 Pro 5G এর দাম কমলো | Vivo V40 Pro 5G Discount

Vivo V50 ভারতে কবে লঞ্চ হবে

টিপস্টার যোগেশ ব্রার স্মার্টপিক্সের সঙ্গে যৌথ উদ্যোগে দাবি করেছে, Vivo V50 ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে। ১৮ ফেব্রুয়ারি দিনটিকে লঞ্চের অস্থায়ী তারিখ হিসাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে, Vivo V50 Pro মডেলটি বাজারে আসতে মার্চ বা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

Vivo V50 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

READ MORE:  শাওমিকে পিছনে ফেলে দেশের সবথেকে বড় মোবাইল ব্র্যান্ড হল Vivo, তৃতীয় স্থানে নামল Samsung

ভিভো ভি৫০ স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর সহযোগে আসবে। এটি তিনটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে — ৮ জিবি+১২৮ জিবি, ৮ জিবি+২৫৬ জিবি, এবং ১২ জিবি+৫১২ জিবি। ফোনটিতে ব্লু, গ্রে, রোজ, ও রেড কালার অপশন পাওয়া যাবে। টিপস্টার আরও বলেছেন, ফেব্রুয়ারিতে ভিভো ভি৫০ প্রো লঞ্চ হবে না।

চীন-এক্সক্লুসিভ ভিভো এস২০-এর রিব্র্যান্ডেড সংস্করণ হলে দুই ফোনে একইরকম স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা যায়। জানিয়ে রাখি, ভিভো এস২০ মডেলে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে (১২৬০x২৮০০ পিক্সেল) রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Nothing Phone 3a Price: প্রথম সেলে অবিশ্বাস্য দামে Nothing Phone 3a, ২০ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা | 50 Megapixel Smartphone Under 20000
Scroll to Top