আগামী সপ্তাহে ভারতে একাধিক স্মার্টফোনের সেল শুরু হতে যাচ্ছে। Google, Realme, Motorola, Vivo এবং iQOO ব্র্যান্ডের সাম্প্রতিক সময়ে বাজারে আসা ডিভাইসগুলি প্রথমবার কেনা যাবে। তাই আপনি যদি নতুন কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে এটাই সঠিক সময় হতে পারে। আপনাদের সুবিধার্থে আমরা এই ফোনগুলির সেলের তারিখ ও অফার সম্পর্কে এখানে আলোচনা করবো।
আগামী সপ্তাহে এই স্মার্টফোনগুলির সেল শুরু হবে
প্রথমেই বলি Realme Narzo 80 Pro 5G ফোনের কথা। আগামী ১৫ এপ্রিল দুপুর ১২টা থেকে অ্যামাজনে সেল শুরু হবে এই ডিভাইসের। অফার সহ এটি ১৭,৯৯৯ টাকা থেকে কেনা যাবে। এতে আছে ৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি।
ওই একই দিনে অর্থাৎ ১৫ এপ্রিল দুপুর ১২টায় Realme Narzo 80x 5G ফোনটিরও প্রথম সেল শুরু হবে। এটিও অ্যামাজন থেকে কেনা যাবে। হ্যান্ডসেটটি ১১,৯৯৯ টাকায় অফার সহ নিজের করা যাবে। এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে।
লিস্টের তৃতীয় ডিভাইস Motorola Edge 60 Fusion 5G। ফোনটি আগামী ১৬ এপ্রিল দুপুর ১২টায় ফ্লিপকার্টে বিক্রির জন্য উপলব্ধ হবে। এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এতে ফাস্ট 5G কানেক্টিভিটি পাওয়া যাবে।
সদ্য লঞ্চ হওয়া Google Pixel 9a এর প্রথম সেল ১৬ এপ্রিল দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে শুরু হবে। এই ফোনের একমাত্র ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬.৩ ইঞ্চি ডিসপ্লে।
এরপরে iQOO Z10 ফোনটি ১৬ এপ্রিল দুপুর ১২টায় অ্যামাজন থেকে কেনা যাবে। অফার সহ এর দাম পড়বে ১৯,৯৯৯ টাকা। এটি ভারতের প্রথম ৭৩০০ এমএএইচ ব্যাটারি সহ আসা স্মার্টফোন।
আগামী ১৭ এপ্রিল Vivo V50e ফোনটির সেল শুরু হবে। এটি কোম্পানির অফিসিয়াল সাইট, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে। এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা।
লিস্টের শেষ iQOO Z10x স্মার্টফোনের প্রথম সেল ২২ এপ্রিল দুপুর ১২টায় অ্যামাজন থেকে শুরু হবে। হ্যান্ডসেটটি ১২,৪৯৯ টাকায় অফার সহ কেনা যাবে। এতে আছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি।