Vivo V50e: ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা সহ থাকবে এই পাওয়ারফুল প্রসেসর, নতুন ভিভো ফোনের ফিচার | Vivo V50e Price and Specification
ভিভো শীঘ্রই ভি সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনছে। এই ডিভাইসের নাম রাখা হবে Vivo V50e। জানা গেছে ফোনটি এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতীয় বাজারে পা রাখবে। পূর্ববর্তী রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এটি Vivo S20 এর মতো ডিজাইন সহ আসবে। সম্প্রতি ফোনটি BIS সার্টিফিকেশন সাইটেও উপস্থিত হয়েছে। এখন আবার মাই স্মার্ট প্রাইস তাদের প্রতিবেদনে Vivo V50e এর বিভিন্ন ফিচার ফাঁস করেছে।
জানিয়ে রাখি, নতুন মডেলটি Vivo V50 5G এর পর V50 সিরিজের দ্বিতীয় ফোন হবে, যেটি গত মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। আসন্ন ফোনটি Vivo V40e এর উত্তরসূরি হিসেবে আসবে। এই ডিভাইসটি গতবছর সেপ্টেম্বরে এদেশে এসেছিল। চলুন Vivo V50e সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।
মাই স্মার্ট প্রাইস তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, ভিভো ভি৫০ই ধুলো এবং জল প্রতিরোধ করতে IP68/69 রেটিংসহ আসবে। এতে ডায়মন্ড শিল্ড গ্লাস থাকবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এর ব্যাটারি পাঁচ বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স দেবে।
এর আগে জানা গিয়েছিল যে আসন্ন ভিভো ভি৫০ই ডিভাইসে OIS সহ ৫০ মেগাপিক্সেল সনি IMX882 প্রাইমারি ক্যামেরা থাকবে, এবং এটি ২৬ মিমি, ৩৯ মিমি এবং ৫২ মিমি ফোকাল লেন্থ সাপোর্ট করবে। এতে ওয়েডিং পোর্ট্রেট স্টুডিও ফিচারও দেওয়া হবে।
রিপোর্ট অনুযায়ী Vivo V50e ভারতীয় বাজারে এপ্রিল মাসে লঞ্চ হবে। এর দাম ৩০,০০০ টাকার কম রাখা হবে বলে আশা করা হচ্ছে।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.