Vivo V50e Camera: অপেক্ষার অবসান! দুর্ধর্ষ ডিজাইন ও 50MP সেলফি ক্যামেরার সাথে 10 এপ্রিল লঞ্চ হচ্ছে Vivo V50e | Vivo V50e India Launch Date
Vivo V50 ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছে। আবার Vivo V50 সিরিজের দ্বিতীয় মডেল এপ্রিলেই প্রকাশ হবে বলে জানা গিয়েছে। কোম্পানি আনুষ্ঠানিকভাবে Vivo V50e লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি চলতি মাসেই দেশে পা রাখবে। ভারতে ভিভোর অফিসিয়াল ই-স্টোর ও ফ্লিপকার্টে উপলব্ধ হবে। উভয় প্ল্যাটফর্মে লাইভ হওয়া মাইক্রোইট ফোনটির ডিজাইন ছাড়াও, একাধিক বিশেষত্ব প্রকাশ করছে। Vivo V50e এর সামনে ও পিছনের ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের হবে। প্রতিটি ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে পারবে। ফোনটি IP69 ওয়াটার রেজিট্যান্স অফার করবে।
ভিভো ভি৫০ই ভারতে ১০ই এপ্রিল দুপুর ১২টার সময় লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি স্যাফায়ার ব্লু এবং পার্ল হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। ফোনে সেন্টার পাঞ্চ-হোল কাটআউট সহ আল্ট্রা-স্লিম বেজেল বেষ্টিত কোয়াড কার্ভড ডিসপ্লে থাকবে। ব্যাক প্যানেলে ডুয়াল-ক্যামেরা সেন্সর রাখার জন্য একটি বৃত্তাকার মডিউল রয়েছে। মডিউলের নীচের অংশে একটি উজ্জ্বল রিং এলইডি লাইট উপস্থিত। সেখানে ‘অরা লাইট ২x পোট্রেট’ লেখা হয়েছে।
ভিভো ভি৫০ই এর সামনে ৫০ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। আর পিছনের দিকে, ওআইএস বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা ও ১১৬ ডিগ্রি এফওভি সহ একটি আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। ভিভো ভি৫০ই আন্ডারওয়াটার অর্থাৎ জলের তলায় ফটোগ্রাফি সমর্থন করে বলেও নিশ্চিত করা হয়েছে।
স্মার্টফোনটি তিনটি পোর্ট্রেট ফোকাল লেন্থ অফার করবে: ১x , ১.৫x এবং ২x। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ৪K ভিডিয়ো রেকর্ডিং সমর্থন করবে। ভিভো এতে ইন্ডিয়া এক্সক্লুসিভ ওয়েডিং পোট্রেট স্টুডিও মোড রেখেছে। নাম শুনে অনুমান, যে কোনও অনুষ্ঠানে এই ক্যামেরা মোড ব্যবহার করে সুন্দর ছবি তোলা যাবে। এতে আইপি৬৮/৬৯ সার্টিফাইড ধুলো এবং জল প্রতিরোধী চ্যাসিস রয়েছে।
ডিভাইসটি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশনও পেয়েছে। এতে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি দেখা যেতে পারে যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি মিডিয়াটেক ডাইমেনযিটি ৭৩০০ প্রসেসরে চলতে পারে। এছাড়া ইমেজ এক্সপেন্ডার, নোট অ্যাসিস্ট, ম্যাজিক ইরেজার, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট এবং সার্কেল টু সার্চের মতো এআই নির্ভর বৈশিষ্ট্য রয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে স্মার্টফোন (Smartphone) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কল করার পাশাপাশি…
ক্যামেরার জন্য বরাবরই প্রশংসিত Oppo। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে যেতে চাইছে ব্র্যান্ডটি। সংস্থার আসন্ন Oppo…
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরের শুরুর দিকে জানুয়ারি মাসে পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা এতদিন সোনা (Gold), হীরা বা প্লাটিনামকে সব থেকে দামি জিনিস বলেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ই এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
মোটোরোলা শীঘ্রই মোটো এজ সিরিজের নতুন ফোন Motorola Edge 60 বাজারে আনতে চলেছে। লঞ্চের তারিখ…
This website uses cookies.