Vivo V50e Camera: লঞ্চ হল সুপার ফোন Vivo V50e, এআই ফিচার সহ 50MP সেলফি ক্যামেরা ও 5600mAh ব্যাটারি | Vivo V50e Launched in India
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Vivo ভারতে আজ তাদের নতুন স্টাইলিশ ও হাই-এন্ড ফিচারসমৃদ্ধ স্মার্টফোন Vivo V50e লঞ্চ করেছে। যারা প্রিমিয়াম লুকের পাশাপাশি উন্নত ক্যামেরা ও AI ফিচার খোঁজ করছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ। এর দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকার কমে। ডিভাইসটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, Sony IMX882 প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর ও ৫৬০০ এমএএইচ ব্যাটারি। আসুন Vivo V50e এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ভিভো ভি৫০ই-এর ভারতে দাম শুরু হচ্ছে ২৮,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩০,৯৯৯ টাকা। এটি ১৭ এপ্রিল থেকে অনলাইন ও অফলাইন স্টোরে বিক্রির জন্য উপলব্ধ হবে।
ভিভো ভি৫০ই এর উপর লঞ্চ অফারের কথা বললে, HDFC ও SBI কার্ডে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পুরনো ফোনের সাথে মিলবে এক্সচেঞ্জ বোনাস। ডিভাইসটি ৬ মাসের নো কস্ট ইএমআই অফারে কেনা যাবে। এর সাথে ভিভো ইয়ারবাডস মাত্র ১,৪৯৯ টাকায় কেনা যাবে।
ভিভো ভি৫০ই এর ডিজাইন অত্যন্ত স্লিম ও প্রিমিয়াম, এটি মাত্র ০.৭৩৯ সেমি পুরু। এতে রয়েছে বড় ৬.৭৭ ইঞ্চির কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। ব্যাক প্যানেলের ডুয়েল রিং ক্যামেরা ডিজাইন ও ঝকঝকে ফিনিশ ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
নতুন স্মার্টফোনটির ক্যামেরা অন্যতম আকর্ষণ। এতে আছে Sony IMX882 সেন্সর ও OIS সাপোর্ট, যা কম আলোতেও ঝকঝকে ছবি তোলে। ৩টি ভিন্ন ফোকাল লেন্থ (১এক্স, ১.৫এক্স, ২এক্স)-সহ মাল্টিফোকাল প্রো পোর্ট্রেট সিস্টেম এবং ৫০ মেগাপিক্সেল Eye-AF গ্রুপ সেলফি ক্যামেরা। ভারতীয়দের জন্য এতে বিশেষভাবে যোগ করা হয়েছে ওয়েডিং পোর্ট্রেট স্টুডিও ফিচার।
দুর্দান্ত ফটোগ্রাফির পাশাপাশি ডিভাইসটি টেকসইও বটে। এতে রয়েছে IP68 ও IP69 রেটিং, অর্থাৎ এটি জল ও ধূলাবালি প্রতিরোধে সক্ষম। ফোনটির ডায়মন্ড শিল্ড গ্লাস ও শক-রেজিস্ট্যান্ট স্ট্রাকচার একে দুর্ঘটনাজনিত ক্ষতি থেকে রক্ষা করে।
পারফরম্যান্সের জন্য Vivo V50e ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট, ৮ জিবি ফিজিক্যাল র্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম, যা স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এতে বিশাল ৫৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে, যাতে রয়েছে এআই ইমেজ এক্সপ্যান্ডার লাইভ কল ট্রান্সেলেশন, এআই নোট অ্যাসিস্ট ও Gemini Assistant ইত্যাদি স্মার্ট ফিচার।
প্রীতি পোদ্দার, কলকাতা: অনেক মাস আগেই রাজ্য সরকারের তরফে পুণ্যার্থীদের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষে পা দিতেই নতুন চমক ইস্টবেঙ্গলে(East Bengal)! পুরনো বাংলা বছরের স্মৃতি…
ভিভো শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন বাজারে আনছে। কোম্পানিটি নিশ্চিত করেছে আগামী ২২ এপ্রিল দুপুর ১২টায়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পথ চলাটা শুরু হয়েছিল গুটি গুটি পায়ে। 2022 সালের India Hood এখন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষের সন্ধ্যায় প্রীতির পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখ খানের কলকাতা নাইট…
স্যামসাং তাদের প্রিমিয়াম স্মার্টফোনের উপর বাংলা নববর্ষের অফার ঘোষণা করল। এই অফারে সংস্থার প্রিমিয়াম ফোন…
This website uses cookies.