ভিভো শীঘ্রই তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার নাম রাখা হতে পারে Vivo X Fold 4 বা X Fold 5। যদিও কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি, তবে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, এই ফোনটি চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে বাজারে এন্ট্রি নিতে পারে। আসুন ডিভাইসটি সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।
Vivo X Fold 4 বা X Fold 5 এর সম্ভাব্য ফিচার
জানা গেছে, ভিভো এক্স ফোল্ড ৪ বা এক্স ফোল্ড ৫ ফোল্ডেবল ফোনে ব্যবহার করা হবে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। যেখানে ভিভো এক্স ফোল্ড ৩ ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট সহ এসেছিল। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, যদি ভিভো এক্স ফোল্ড ৪ প্রো মডেলটি বাজারে আসে, তবে এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকতে পারে।
ভিভো এক্স ফোল্ড ৪ বা এক্স ফোল্ড ৫ স্মার্টফোনের ডিজাইন ও হার্ডওয়্যারে বড়সড় উন্নতি দেখা যেতে পারে। এতে দেওয়া হতে পারে বড় AMOLED ডিসপ্লে, যা উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং এতে সরু বেজেল দেখা যাবে। ফটোগ্রাফির জন্য এতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রাওয়াইড শুটার।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Fold 4 বা X Fold 5 ডিভাইসে দেওয়া হবে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এতে ওয়্যার্ড চার্জিংয়ের সাথে থাকবে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যেতে পারে এবং এটি IPX8 রেটিংসহ আসতে পারে।