লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo X Fold 4 Key Specifications: ভিভো ফোন পছন্দ করেন? এই সময়ে লঞ্চ হচ্ছে Vivo X Fold 4, থাকবে দুর্দান্ত ক্যামেরা

Published on:

ভিভো শীঘ্রই তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার নাম রাখা হতে পারে Vivo X Fold 4 বা X Fold 5। যদিও কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি, তবে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, এই ফোনটি চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে বাজারে এন্ট্রি নিতে পারে। আসুন ডিভাইসটি সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।

READ MORE:  কম দামে সেরা ফিচার্স, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসছে Tecno Pova 6 5G

Vivo X Fold 4 বা X Fold 5 এর সম্ভাব্য ফিচার

জানা গেছে, ভিভো এক্স ফোল্ড ৪ বা এক্স ফোল্ড ৫ ফোল্ডেবল ফোনে ব্যবহার করা হবে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। যেখানে ভিভো এক্স ফোল্ড ৩ ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট সহ এসেছিল। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, যদি ভিভো এক্স ফোল্ড ৪ প্রো মডেলটি বাজারে আসে, তবে এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকতে পারে।

READ MORE:  Huawei Pura 80 Series Camera: দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে বাজার তোলপাড় করতে আসছে Huawei Pura 80 সিরিজ | Huawei Pura 80 Series Launch Date

ভিভো এক্স ফোল্ড ৪ বা এক্স ফোল্ড ৫ স্মার্টফোনের ডিজাইন ও হার্ডওয়্যারে বড়সড় উন্নতি দেখা যেতে পারে। এতে দেওয়া হতে পারে বড় AMOLED ডিসপ্লে, যা উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং এতে সরু বেজেল দেখা যাবে। ফটোগ্রাফির জন্য এতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রাওয়াইড শুটার।

READ MORE:  Deekseek R1: আজ লঞ্চ হচ্ছে Infinix Note 50 সিরিজ, ডিপসিক এআই, দুর্দান্ত ক্যামেরা সহ থাকবে ওয়্যারলেস চার্জিং | Infinix Note 50 Series Launch Today

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Fold 4 বা X Fold 5 ডিভাইসে দেওয়া হবে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এতে ওয়্যার্ড চার্জিংয়ের সাথে থাকবে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যেতে পারে এবং এটি IPX8 রেটিংসহ আসতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.