Vivo X200 Ultra: আইফোনের দাদাগিরি খতম করতে মোক্ষম চাল! প্রথমবার ভিভোর ফোনে আসছে এই ফিচার | Vivo X200 Ultra Official Teaser Reveals
Vivo X200 Ultra আইফোনের মতো ক্যামেরা শাটার বাটনের সাথে আসছে। এটি iPhone 16 Pro Max এর থেকেও পাতলা হবে।
Vivo X200 Ultra এপ্রিলের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে চলেছে। ভিভোর এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এতে 2K রেজোলিউশনের LTPO OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি Snapdragon 8 Elite চিপসেটের সাথে আসবে, যা উচ্চ-স্তরের পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। এখন জল্পনার অবসান ঘটিয়ে Vivo X200 Ultra মডেলের প্রথম অফিসিয়াল ছবি প্রকাশ করেছে কোম্পানি। ফোনটিতে এমন কিছু ফিচার থাকবে যা ভিভোর ইতিহাসে প্রথমবার দেওয়া হচ্ছে।
সামনের বা পিছনের ডিজাইন প্রদর্শনের পরিবর্তে, ভিভো এক্স২০০ আল্ট্রার অফিসিয়াল ছবিতে এর ডান দিকে ডেডিকেটেড ক্যামেরা বোতাম দেখানো হয়েছে। এটি ভিভোর প্রথম স্মার্টফোন হবে যেখানে এই নতুন হার্ডওয়্যার বৈশিষ্ট্য থাকবে। নতুন বোতামটির একটি স্বতন্ত্র আবেদন রয়েছে। আবার অতিরিক্ত ভিজ্যুয়াল কন্ট্রাস্টের জন্য একটি নীল স্ট্রিপ রয়েছে। এছাড়াও, ছবিটি থেকে বোঝা যাচ্ছে যে আইফোন ১৬ প্রো ম্যাক্সের থেকেও পাতলা হবে ভিভো এক্স২০০ আল্ট্রা।
ফ্রেমের নীচে অবস্থিত ডেডিকেটেড ক্যামেরা শাটার বাটন কেবলমাত্র একটিu স্ট্যান্ডার্ড প্রেস-ডাউন কী ভাবলে কিন্তু ভুল হবে। এটি স্লাইডিং অ্যাকশন সমর্থন করে বলেও আশা করা হচ্ছে। ল্যান্ডস্কেপ মোডে শুটিং করার সময় বা সেটিংস সামঞ্জস্য করার সময় এটি বিশেষভাবে কাজে লাগবে। স্লাইডিং মেকানিজম ব্যবহারকারীদের আরও ভাল শট কম্পোজিশনের জন্য জুম, ফোকাস বা এক্সপোজারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে দেয়।
নিঃসন্দেহে, Vivo X200 Ultra-এর প্রধান আকর্ষণ হবে ক্যামেরা। ফোনটিতে তিনটি এলইডি ফ্ল্যাশ থাকবে। আর ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ ৫০-মেগাপিক্সেল Sony LYT-818 লেন্স। আর বাকি দুটি ক্যামেরা হল, ৫০-মেগাপিক্সেললের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২০০-মেগাপিক্সেল Samsung HP9 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এছাড়াও, S1 প্রি-প্রসেসিং চিপ এবং V3+ পোস্ট-প্রসেসিং চিপ থাকবে।
এন্ট্রি লেভেল সেগমেন্টে সেরা স্মার্টফোন নেওয়ার কথা ভাবলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা তিনটি…
শ্বেতা মিত্র, কলকাতাঃ চৈত্র মাসের গরমে হাঁসফাঁস করছেন বাংলার সাধারণ। সে ছোট হোক বা বড়,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর দুই ম্যাচে মুম্বইয়ের ধারাবাহিক হারের মাঝেই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে(Hardik Pandya) বড়সড়…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে, এটাই সঠিক সময় হতে পারে। কারণ লাভার অ্যানিভার্সারি সেলে স্মার্টফোনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ভারতে সড়ক দুর্ঘটনা নতুন মাইলফলক স্পর্শ করছে। বিশেষ করে…
স্যামসাং তাদের নতুন রাগড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আসন্ন ফোনের নাম- Samsung Galaxy XCover…
This website uses cookies.