লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo X200 Ultra: ভিভোর নতুন ফোন যেন পকেট DSLR, এপ্রিলেই বাজার কাঁপাতে আসছে | Vivo X200 Ultra Specification

Published on:

Vivo X200 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলে লঞ্চ লঞ্চ হতে চলেছে। এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে ঘিরে শোরগোল হওয়ার অনেক কারণ … Read more

Vivo X200 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলে লঞ্চ লঞ্চ হতে চলেছে। এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে ঘিরে শোরগোল হওয়ার অনেক কারণ রয়েছে। প্রথমত, এতে ভিভোর প্রথম ফোন হিসাবে আইফোনের মতো ক্যামেরা বাটন থাকবে। দ্বিতীয়ত, হাই-স্পিড Snapdragon 8 Elite প্রসেসর ও দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ। টেলিফটো ক্যামেরাটি হবে ২০০ মেগাপিক্সেলের। আবার ভিভোর একজন আধিকারিক এখন জানিয়েছেন, উন্নত ফটোগ্রাফির জন্য X200 Ultra কোম্পানির নিজস্ব দুটি ইমেজিং চিপের সাথে আসবে।

READ MORE:  লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল Vivo V50e-র ডিজাইন, বাজার কাঁপাতে আসছে এপ্রিলেই | Vivo V50e Design Leaked India

Vivo X200 Ultra একজোড়া ডেডিকেটেড ইমেজিং চিপ অফার করবে

ভিভোর প্রোডাক্ট ম্যানেজার হান বো জিয়াও ভিভো এক্স২০০ আল্ট্রা-র এই বিশেষত্ব সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন। আসন্ন ফোনে দুটি ডেডিকেটেড ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি) থাকার কথা নিশ্চিত করা হয়েছে। এতে ভিভো ভি৩+ চিপ এবং ভিএস১ চিপ থাকবে। দ্বিতীয়টি হল একটি ডুয়াল-কোর ইমেজিং প্রসেসিং চিপ, যা মৌলিক ছবির গুণমান প্রি-প্রসেস করার জন্য কম্পিউটিং শক্তি ব্যবহার করে।

READ MORE:  অনবদ্য ছবি তুলবে, চারটে ক্যামেরার সাথে বাজার কাঁপাতে আসছে ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা

ভিএস ১ চিপটি স্মার্টফোন চিপসেট ও ভি৩+ এর সাথে মিলে উচ্চমানের ছবি তৈরি করে। এটি পোর্ট্রেট উন্নত করার দাবি করা হয়েছে। উল্লেখ্য, অফিসিয়াল টিজার ভিভো এক্স২০০ আল্ট্রা-র এর ডান দিকে ডেডিকেটেড ক্যামেরা বোতাম নিশ্চিত করেছে। নান্দনিকতার জন্য এতে একটি নীল স্ট্রিপ রয়েছে। ছবিটির মাধ্যমে বোঝানো হয়েছে যে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের থেকেও পাতলা হবে ভিভো এক্স২০০ আল্ট্রা।

Vivo X200 Ultra এর ক্যামেরায় একটি জুম ফ্ল্যাশ মিলবে যা টেলিফটো ফোকাল লেংথ সমর্থন করে। নতুন বৈশিষ্ট্য সহ, হ্যান্ডসেটটি SLR-স্তরের ফ্ল্যাশ পোর্ট্রেট প্রদান করবে বলে দাবি করা হচ্ছে। মেইন ক্যামেরা হিসাবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০-মেগাপিক্সেল Sony LYT-818 লেন্স থাকবে। এছাড়া ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২০০-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেখা যাবে। ফোনটির ৬,০০০ এমএএইচ ব্যাটারি ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংসমর্থন করবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  ১০ হাজার টাকার কমে আসছে Samsung Galaxy F06, লঞ্চের আগেই ডিজাইন ও দাম ফাঁস

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.