Vivo X200 Ultra Camera: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে ঝড় তুলবে Vivo X200 Ultra, কবে লঞ্চ হবে | Vivo X200 Ultra Launch Timeline

ভিভো এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে Vivo X200 Ultra লঞ্চ করতে পারে। এই ডিভাইসে লেটেস্ট আইফোনের অনুরূপ একটি ফিচার থাকবে। আজ্ঞে হ্যাঁ! নতুন Vivo X200 Ultra বিশেষ অ্যাকশন বাটনের সাথেও আসতে পারে যা এক জায়গা থেকে বিভিন্ন ফিচার ব্যবহার করতে দেবে। ফিচার ছাড়াও আজ আবার এই ডিভাইসের লঞ্চের সময় ফাঁস হয়েছে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Vivo X200 Ultra সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এনেছেন। এই ডিভাইসটির নীচের দিকে ডান পাশে একটি অ্যাকশন বাটন থাকবে বলে টিপস্টার জানিয়েছেন। এই বাটনটি ছবি তোলার জন্য বা ভিডিওগ্রাফি ফাংশনের জন্য ব্যবহার করা যেতে পারে। ফলে আইফোনের ক্যামেরা কন্ট্রোল ফিচারের মতোই অ্যান্ড্রয়েড ফোনেও ফিজিক্যাল ক্যামেরা কন্ট্রোলার পাওয়া যাবে।

READ MORE:  Xiaomi Civi 5 Pro Feature: 50MP টেলিফটো ক্যামেরা ও 6000mAh ব্যাটারির সবথেকে স্লিম ফোন আনছে Xiaomi | Xiaomi Civi 5 Pro 50MP Telephoto Camera

Vivo X200 Ultra এর ক্যামেরা

ভিভোর নতুন ডিভাইসে দুর্দান্ত ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। প্রাইমারি ক্যামেরার ফোকাল লেন্থ ৩৪ মিমি হবে বলে আশা করা হচ্ছে এবং এটি ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। দাবি করা হচ্ছে যে ভিডিও এবং ক্যামেরা পারফরম্যান্সে এটি অ্যাপল আইফোন ১৫ সিরিজের প্রো মডেলগুলির সাথে প্রতিযোগিতা করবে।

READ MORE:  ভিভোর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দারুণ ফোন ভারতে আসছে, ফাঁস হল দাম

পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হতে পারে। এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। উপরন্তু, ফোনটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে

কবে লঞ্চ হবে Vivo X200 Ultra

টিপস্টারের দাবি, চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে লঞ্চ হতে পারে Vivo X200 Ultra। এর পাশাপাশি আরেকটি মডেল বাজারে আসতে পারে, যার নাম Vivo X200S, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত হবে।

READ MORE:  Vivo Y29s 5G Launched: ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ Vivo Y29s 5G লঞ্চ হল, ২৫৬ জিবি স্টোরেজ সহ আর কি কি আছে | Vivo Y29s 5G Price

Scroll to Top