ভিভো তাদের X সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন Vivo X200 Ultra আজ লঞ্চ করল। আপাতত এটি চীনে লঞ্চ হয়েছে, তবে শীঘ্রই ডিভাইসটি গ্লোবাল মার্কেটেও পা রাখবে। মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে ভিভোর এই ফোন। এতে আছে ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Vivo X200 Ultra এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo X200 Ultra এর দাম
ভিভো এক্স২০০ আল্ট্রা এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৬,০০০ টাকা)। আবার এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৬৯৯৯ ইউয়ান ও ৭৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ৮১,৮০০ টাকা ও ৯৩,৫০০ টাকা।
Vivo X200 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো এক্স২০০ আল্ট্রা ফোনে আছে ৬.৮ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস LTPO AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কনিং গরিলা ভিক্টাস আর্মার গ্লাস। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট দেওয়া হয়েছে, সঙ্গে থাকছে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং ১ টিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল Zeiss অপটিক্সের সঙ্গে ৫০ মেগাপিক্সেল Sony LYT-818 প্রাইমারি সেন্সর (Gimbal OIS সহ), ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল অটো-ফোকাস লেন্স।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X200 Ultra স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটি IP68/IP69 রেটিং সহ এসেছে, যা জল ও ধুলো প্রতিরোধ করবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।