Vivo X200s Launch: এপ্রিলে জোড়া ধামাকা, Vivo X200 Ultra-র সাথেই লঞ্চ হচ্ছে X200s, থাকবে 6000mah ব্যাটারি | Vivo X200 Ultra Launch
Vivo X200 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলে আত্মপ্রকাশ করতে চলেছে। এই দুর্ধর্ষ ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে ঘিরে টেকজগতে প্রবল চর্চা চলছে। এর মাঝেই ভিভো জানিয়ে দিল, X200 Ultra-র সাথে X200s মডেলটিও চলতি মাসেই বাজারে আসছে। সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির ডিজাইন প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল টিজারে Vivo X200s দুটি কালার অপশনে দেখা গিয়েছে। কোম্পানি এখনও স্পেসিফিকেশন নিয়ে মুখ না খুললেও, এখন একটি সূত্র প্রচুর তথ্য ফাঁস করেছে।
ভিভো এক্স২০০এস সফ্ট পার্পেল ও মিন্ট ব্লু কালার অপশনে আসবে৷ এতে খুব পাতলা বেজেল সহ একটি ৬.৬৭ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে প্যানেল থাকতে পারে। এই স্ক্রিন ১.৫K রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থনের ফলে যা স্পষ্ট ও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। আবার উন্নত সুরক্ষা এবং সুবিধার জন্য ভিভো ফোনটিতে উন্নত আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত করেছে।
ভিভো এক্স২০০এস ফোনটিতে ৬,০০০ এমএএইচ বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। এটি ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ফটোগ্রাফি-প্রেমীদের জন্য, স্মার্টফোনটিতে জেইস ব্র্যান্ডের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে প্রতিটিই ৫০ মেগাপিক্সেলের সেন্সর। সিস্টেমে একটি ৩x পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে, যার ফোকাল লেন্থ ১৫ মিমি থেকে ৭০ মিমি পর্যন্ত ও অ্যাপারচার এফ/১.৫৭ এবং এফ/২.৫৭ এর মধ্যে।
ভিভো এক্স২০০এস মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৪০০+ প্রসেসরের সাথে আসবে, যা ডাইমেনসিটি ৯৪০০ চিপের আপগ্রেডেড ভার্সন। এতেও একইরকম আর্কিটেকচার থাকবে বলে জানা গিয়েছে। যার মধ্যে একটি কর্টেক্স এক্স৪ আল্ট্রা কোর, তিনটি কর্টেক্স এক্স৪ পারফরম্যান্স কোর এবং চারটি কর্টেক্স এ৭২০ কোর। ৩.৭ গিগাহার্টজ ক্লক স্পিডের প্রাইমারি কোরটি উন্নত সিঙ্গেল-কোর পারফরম্যান্স, অপ্টিমাইজড মাল্টিটাস্কিং এবং দ্রুত গেমিং লোডের প্রতিশ্রুতি দেয়।
Apple iPhone 16e মাত্র কয়েক সপ্তাহ আগেই লঞ্চ হয়েছে ভারতে। এর মধ্যেই অ্যামাজনে ছাড়-সহ তালিকাভুক্ত…
প্রীতি পোদ্দার, কলকাতা: এলাকার কাছাকাছি দূরত্বে টুকটাক যাতায়াতে সকলেরই প্রথম পছন্দ ছিল টোটো। রোদ বৃষ্টির…
সৌভিক মুখার্জী, কলকাতা: বসন্তের আমেজে চাঁদিফাটা গরমে দুর্বিষহ হয়ে পড়েছে গোটা দেশবাসী। তীব্র দাবদাহে ঘরে…
ফ্ল্যাগশিপ ফোন এবার সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। গতকাল Qualcomm তাদের নেক্সট জেনারেশন Snapdragon 8s Gen…
হিরো মটোকর্প (Hero MotoCorp) তাদের ভিডা (Vida) ব্র্যান্ডের অধীনে বৈদ্যুতিক স্কুটার বিক্রি করে৷ আর আপনি…
হেলমেট ব্যবহারে উৎসাহ দিতে এবং সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। সাম্প্রতিক কালে, হেলমেট না…
This website uses cookies.