লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo X200s Launched: প্রিমিয়াম ডিজাইন সহ চমৎকার ক্যামেরা, বাজারে ঝড় তুলতে লঞ্চ হল Vivo X200s স্মার্টফোন

Published on:

ভিভো প্রত্যাশা মতোই লঞ্চ করল তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X200s। এই ফোনের সাথে Vivo X200 Ultra, Vivo Watch 5, Vivo Pad SE ও Vivo Pad 5 Pro ডিভাইসগুলিও বাজারে এসেছে। আপাতত এগুলি চীনে লঞ্চ হয়েছে। Vivo X200s স্মার্টফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস, এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৬২০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo X200s এর দাম ও প্রাপ্যতা

চীনে ভিভো এক্স২০০এস এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,১৯৯ ইউয়ান (প্রায় ৪৯,০০০ টাকা)। ডিভাইসটি ১৬ জিবি র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ অপশনেও পাওয়া যাবে, যার সর্বোচ্চ মূল্য ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৪,২০০ টাকা)। ফোনটির সেল ২৫ এপ্রিল থেকে শুরু হবে। এটি লাইট পার্পল, মিন্ট ব্লু, হোয়াইট ও ব্ল্যাক কালার অপশনে এসেছে।

READ MORE:  বিক্রি বাড়াতে লোভনীয় অফার, iPhone 16e এর দামে কেনা যাচ্ছে iPhone 16

Vivo X200s এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো এক্স২০০এস ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস লেভেল ৫,০০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে যুক্ত আছে Immortalis-G925 জিপিইউ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক অরিজিন ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।

READ MORE:  Amazon 5G Superstore offer: Amazon ৫জি সুপারস্টোরে দারুন অফার, জলের দরে কিনুন OnePlus 12R | OnePlus 12R Discount

ফটোগ্রাফির জন্য ভিভো এক্স২০০এস স্মার্টফোনে Zeiss টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের Sony IMX921 প্রাইমারি সেন্সর (OIS সহ) এবং আরও দুটি ৫০ মেগাপিক্সেল সেন্সর – Samsung JN1 এবং Sony IMX882 পেরিস্কোপ লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এখানে ৬,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  OnePlus 13T হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সবচেয়ে সস্তা স্মার্টফোন, থাকবে দুর্দান্ত টেলিফটো ক্যামেরা

Vivo X200s ফোনটি IP68 ও IP69 রেটিং সহ এসেছে, ফলে জল ও ধুলোবালি প্রতিরোধে করবে। সিকিউরিটির জন্য এতে রয়েছে ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.