লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo Y19 5G AI Feature: বাজেটের মধ্যে চমৎকার ফিচার, ভারতে আসছে AI ফিচার সমৃদ্ধ Vivo Y19 5G স্মার্টফোন | Vivo Y19 5G Listed India Official Website

Published on:

ভিভো শীঘ্রই ভারতে তাদের নতুন বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন Vivo Y19 5G লঞ্চ করতে চলেছে। যদিও এখনও অফিসিয়ালি ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি, তবে এটি ইতিমধ্যেই ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে এর মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, কোম্পানিটি খুব শীঘ্রই ফোনটি বাজারে নিয়ে আসবে।

মাইক্রোসাইট থেকে Vivo Y19 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে, যা থেকে অনুমান করা হচ্ছে, এটি ভিভোর পুরানো মডেল Vivo Y19e-এর অনুরূপ ডিজাইনে আসবে। তবে নতুন মডেলে ৫জি কানেক্টিভিটি ও আধুনিক ফিচার থাকবে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  Realme Neo 7 SE ও Realme Neo 7x লঞ্চ হচ্ছে এই তারিখে, থাকবে 7000mah ব্যাটারি! | Realme Neo 7x 7 SE Launch Date

ডিসপ্লে ও পারফরম্যান্স

ভিভো ওয়াই১৯ ৫জি ফোনে আছে ৬.৭৪-ইঞ্চি LED ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০ × ৭২০ পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৭০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ অক্টা-কোর চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিন দেওয়া হবে।

মেমোরি ও স্টোরেজ

ভিভো ওয়াই১৯ ৫জি তিনটি স্টোরেজ ভিন্ন ভ্যারিয়েন্টে আসবে – ৪ জিবি + ৬৪ জিবি, ৪ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি। এতে পাওয়া যাবে LPDDR4X র‌্যাম এবং eMMC ৫.১ স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

READ MORE:  এই পাঁচ কারণে ১০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন Motorola G35 5G

ক্যামেরা ও AI ফিচার

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ০.০৮ মেগাপিক্সেল সেন্সর। সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি AI ফিচার সহ আসবে – AI ইরেজার, AI ফটো এনহ্যান্স ও AI ডকুমেন্ট মেকার ইত্যাদি।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

Vivo Y19 5G ডিভাইসে দেওয়া হবে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির সিকিউরিটির জন্য পাওয়া যাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি IP64 রেটিংসহ আসবে, যা ধুলো ও হালকা জলের ছিটা প্রতিরোধ করবে।

READ MORE:  Vivo T4 5G Camera: আগামী সপ্তাহে আসছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 7300mAh ব্যাটারির ভিভো ফোন | Vivo T4 5G Launch 22 April in India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.