Vivo Y29s 5G Launched: ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ Vivo Y29s 5G লঞ্চ হল, ২৫৬ জিবি স্টোরেজ সহ আর কি কি আছে | Vivo Y29s 5G Price

গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Vivo Y29s 5G স্মার্টফোন। এর আগে এই সিরিজের অধীনে Y29 (4G) ও Y29 (5G) ডিভাইস দুটি বাজারে এসেছে। নতুন ফোনটি ভিভোর গ্লোবাল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। ফিচারের কথা বললে এতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন Vivo Y29s 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

READ MORE:  Flipkart OMG Sale: ফের সস্তা হল বেস্ট সেলিং সেলফি ক্যামেরার Motorola ফোন, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অফার | Motorola G85 5G Discount

Vivo Y29s 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই২৯এস ৫জি স্মার্টফোনে আছে ৬.৭৪ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০ x ৭২০ পিক্সেল, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৭০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

READ MORE:  Vivo V50e India Price: দুর্দান্ত ক্যামেরায় মন জিততে আসছে Vivo V50e, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল | Vivo V50e Launch Timeline

ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই২৯এস ৫জি ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এতে আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং ও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পাওয়া যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট।

READ MORE:  Vivo V50 5G Discount: লঞ্চের পরপরই ৫ হাজার টাকা দাম কমলো Vivo V50 5G ফোনের, রিলস ভিডিও বানানোর জন্য সেরা | Vivo V50 5G Price

Vivo Y29s 5G এর দাম

Vivo Y29s 5G টাইটেনিয়াম গোল্ড ও জেড গ্রীন কালারে পাওয়া যাবে। এটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। তবে এর দাম জানা যায়নি।