Vivo Y300 5G: ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরার Vivo 5G স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট, রয়েছে সুপারমুন এফেক্ট | Vivo Y300 5G Discount Offer

ভিভো তাদের ওয়াই সিরিজের স্মার্টফোনে কম দামে দুর্দান্ত ফিচার দিয়ে থাকে। এক্ষেত্রে ব্যতিক্রম নয় Vivo Y300 5G হ্যান্ডসেটটি। এতে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ফোনটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে সাশ্রয়ী মূল্যে ফোনটি কেনা যাবে।

Vivo Y300 5G এর দাম ও অফার

ভিভো ওয়াই৩০০ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৯ শতাংশ ২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ডিভাইসের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। এটি টাইটানিয়াম সিলভার, এমারেল্ড গ্রিন এবং ফ্যান্টম পার্পল কালার অপশনে পাওয়া যাবে।

READ MORE:  OnePlus আনল ভ্যালেন্টাইন ডে সেল, ৭০০০ টাকা পর্যন্ত ছাড়ে OnePlus 13 সহ নর্ড সিরিজের স্মার্টফোন

ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও ফ্লিপকার্টে সমস্ত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ইএমআই পেমেন্টে ১,৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে থাকবে ৭৫০ টাকা ছাড়। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে ১,১০০ টাকা ডিসকাউন্ট।

Vivo Y300 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই৩০০ ৫জি ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এর রেজোলিউশন ২৪০০ × ১০৮০ পিক্সেল। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপ দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।

READ MORE:  6,400mah ব্যাটারি সহ দুর্দান্ত সব ফিচার্স, বাজার কাঁপাতে আসছে iQOO Neo 10R

ফটোগ্রাফির জন্য ভিভোর এই স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। এটি পোর্ট্রেট, ডকুমেন্ট, স্লো মোশন, লাইভ ফটো, ডুয়াল ভিউ এবং সুপারমুনের মতো ক্যামেরা ফিচার সাপোর্ট করে।

ভিডিও কলিং ও সেলফি তোলার জন্য এতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এর অ্যাপারচার এফ/২.৪৫। এতে ফটো, পোর্ট্রেট, নাইট, ভিডিও, লাইভ ফটো এবং ডুয়াল ভিউ মোড সাপোর্ট করব। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y300 5G ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  ভিভোর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দারুণ ফোন ভারতে আসছে, ফাঁস হল দাম

Scroll to Top