লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo Y300 Pro Plus: ২৪ জিবি র‌্যাম সহ এই মাসেই লঞ্চ হচ্ছে Vivo Y300 Pro+, লং লাস্টিং ব্যাটারি সহ থাকবে ৫১২ জিবি স্টোরেজ | Vivo Y300 Pro Plus Launch Date 31 March

Published on:

ভিভো ওয়াই৩০০ প্রো প্লাস আগামী ৩১ মার্চ চীনে লঞ্চ হতে পারে। এই ফোনে ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৭৩০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি থাকতে পারে।

সুমন পাত্র, কলকাতা: ভিভো শীঘ্রই ওয়াই-সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ডিভাইসের নাম হবে Vivo Y300 Pro+। এটি শুরুতে চীনে লঞ্চ হবে। উল্লেখ্য, ব্র্যান্ডটি গতবছর Vivo Y300 এবং Y300 প্রো লঞ্চ করেছিল, এবং সম্প্রতি তারা Y300i বাজারে নিয়ে এসেছে। এখন Vivo এই সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Y300 Pro+ এবং Y300 GT এর উপর কাজ করছে। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ একটি পোস্টে বলা হয়েছে, Vivo Y300 Pro+ আগামী ৩১ মার্চ চীনে লঞ্চ হতে পারে। এই ফোনে ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৭৩০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি থাকতে পারে।

READ MORE:  প্রসেসর, র‌্যাম থেকে ক্যামেরা সবক্ষেত্রে আপগ্রেড, বাজারে আসতেই ঝড় তুলবে iPhone 17 Pro

Vivo Y300 Pro+ এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পোস্টার থেকে জানা গেছে যে ভিভো ওয়াই৩০০ প্রো প্লাস মডেলে কোয়াড-কার্ভড অ্যামোলোড প্যানেল এবং পিছনে গোলাকার ক্যামেরা মডিউল থাকবে। এটি ব্ল্যাক, পিংক এবং ব্লু কালারে আসবে। এই ডিভাইসে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং OIS সহ ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

READ MORE:  Google Pixel 4a Recalled: গরম হয়ে আচমকা আগুন লাগতে পারে! এই ফোন কাছে থাকলে এখনই সাবধান হয়ে যান

সম্প্রতি, V2456A মডেল নম্বর সহ একটি ভিভো ফোন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছিল। এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপ, ১২ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গেছে। একই ডিভাইসকে সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন অথরিটিও অনুমোদন দিয়েছে, যেখান থেকে জানানো হয়েছে যে এটি ৯০ ওয়াট চার্জারের সাথে আসতে পারে। এই V2456A ফোনটি ভিভো Y300 Pro+ হতে পারে।

READ MORE:  OnePlus 12 Price: পাঁচ দিনের জন্য ১২ হাজার টাকা দাম কমলো দুর্ধর্ষ ফিচারের OnePlus 12 এর, কালই অফার শেষ | OnePlus 12 Discount

২৪ জিবি পর্যন্ত র‍্যামের সাথে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে

পোস্টে দেখানো দ্বিতীয় স্ক্রীনশটে ভিভো ওয়াই৩০০ প্রো প্লাস এর আনবক্সিং ভিডিওর একটি অংশ দেখানো হয়েছে। যেখানে উল্লেখ আছে ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, ১২ জিবি ভার্চুয়াল র‌্যাম, ১২ জিবি ভার্চুয়াল র‌্যাম, ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৭৩০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.