Vivo Y300 Pro Plus: ২৪ জিবি র্যাম সহ এই মাসেই লঞ্চ হচ্ছে Vivo Y300 Pro+, লং লাস্টিং ব্যাটারি সহ থাকবে ৫১২ জিবি স্টোরেজ | Vivo Y300 Pro Plus Launch Date 31 March
ভিভো ওয়াই৩০০ প্রো প্লাস আগামী ৩১ মার্চ চীনে লঞ্চ হতে পারে। এই ফোনে ২৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৭৩০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি থাকতে পারে।
সুমন পাত্র, কলকাতা: ভিভো শীঘ্রই ওয়াই-সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ডিভাইসের নাম হবে Vivo Y300 Pro+। এটি শুরুতে চীনে লঞ্চ হবে। উল্লেখ্য, ব্র্যান্ডটি গতবছর Vivo Y300 এবং Y300 প্রো লঞ্চ করেছিল, এবং সম্প্রতি তারা Y300i বাজারে নিয়ে এসেছে। এখন Vivo এই সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Y300 Pro+ এবং Y300 GT এর উপর কাজ করছে। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ একটি পোস্টে বলা হয়েছে, Vivo Y300 Pro+ আগামী ৩১ মার্চ চীনে লঞ্চ হতে পারে। এই ফোনে ২৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৭৩০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি থাকতে পারে।
পোস্টার থেকে জানা গেছে যে ভিভো ওয়াই৩০০ প্রো প্লাস মডেলে কোয়াড-কার্ভড অ্যামোলোড প্যানেল এবং পিছনে গোলাকার ক্যামেরা মডিউল থাকবে। এটি ব্ল্যাক, পিংক এবং ব্লু কালারে আসবে। এই ডিভাইসে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং OIS সহ ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
সম্প্রতি, V2456A মডেল নম্বর সহ একটি ভিভো ফোন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছিল। এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপ, ১২ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গেছে। একই ডিভাইসকে সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন অথরিটিও অনুমোদন দিয়েছে, যেখান থেকে জানানো হয়েছে যে এটি ৯০ ওয়াট চার্জারের সাথে আসতে পারে। এই V2456A ফোনটি ভিভো Y300 Pro+ হতে পারে।
পোস্টে দেখানো দ্বিতীয় স্ক্রীনশটে ভিভো ওয়াই৩০০ প্রো প্লাস এর আনবক্সিং ভিডিওর একটি অংশ দেখানো হয়েছে। যেখানে উল্লেখ আছে ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, ১২ জিবি ভার্চুয়াল র্যাম, ১২ জিবি ভার্চুয়াল র্যাম, ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৭৩০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বিমা পলিসি (LIC Insurance Policy) কেনার ক্ষেত্রে একাধিক নিয়ম আরোপ করা…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে Maruti Alto 800 নামটা শুনলেই যেন বাজেটের মধ্যে থাকা নির্ভরযোগ্য…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাংক আগামী ১লা এপ্রিল, ২০২৫ থেকে নতুন নিয়ম (RBI Loan…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা ব্যাংকিং সেক্টরে কেরিয়ার গড়তে চান তাদের জন্য এবার দারুণ সংবাদ। ভারতের…
ব্যাংক (Bank) আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এক অংশ। ছোট-বড় সমস্ত লেনদেনের জন্যই আমাদের ব্যাংকের…
আপনি কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী বা পেনশনভোগী? তাহলে এই আপডেট আপনার জন্য গুরুত্বপূর্ণ! মহার্ঘ্য…
This website uses cookies.